ETV Bharat / bharat

1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

author img

By

Published : Apr 19, 2021, 7:22 PM IST

Updated : Apr 19, 2021, 8:05 PM IST

করোনা ভ্যাকসিন
করোনা ভ্যাকসিন

19:18 April 19

বয়স আঠারো বছরের উপরে হলেই এবার থেকে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে ৷ 1 মে থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে ৷

নয়াদিল্লি, 19 এপ্রিল : বয়স আঠারো বছরের উপরে হলেই এবার থেকে করোনার ভ্যাকসিন নেওয়া যাবে ৷ 1 মে থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে ৷ কেন্দ্রের তরফে আজ এই ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি, 1 মে থেকে তৃতীয় দফার যে টিকাকরণ শুরু হচ্ছে, তা আরও বেশি মুক্ত ও দ্রুত হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, দেশে যে পরিমাণ করোনার টিকা তৈরি হবে, তার 50 শতাংশ কেন্দ্রকে দেওয়া হবে এবং বাকি 50 শতাংশ অন্যত্র দেওয়া হবে ৷ এছাড়া বাইরে থেকে আমদানি করা সম্পূর্ণভাবে প্রস্তুত টিকাও খোলা বাজারে ব্যবহার করা যাবে ৷

সরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে আগের মতোই বিনামূল্য করোনার টিকা পাবেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির করোনা যোদ্ধারা এবং 45 ঊর্ধ্ব নাগরিকরা ৷

আজ বিকেলে সাড়ে চারটের সময় দেশের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন নরেন্দ্র মোদি ৷ চিকিৎসক এবং মেডিকেল ও প্যারা-মেডিকেল কর্মীদের করোনা পরিস্থিতি মোকাবিলায় অসামান্য অবদানের জন্য তাঁদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবথেকে বড় হাতিয়ার হল টিকাকরণ ৷ চিকিৎসকদের কাছে তিনি অনুরোধ করেন যাতে তাঁরা আরও বেশি করে রোগীদের অনুরোধ করেন টিকাকরণের জন্য ৷ করোনা থেকে সুরক্ষামূলক ব্যবস্থা ও  চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়ে গিয়েছে ৷ সেগুলিকে নির্মূল করতে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করার জন্যও বলেন তিনি ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত মনমোহন সিং

যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনার সক্রিয় সংক্রমণের হার সবথেকে বেশি, এবং যেখানে করোনা টিকাকরণ নিয়ে দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে, সেই হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনার প্রতিষেধক পাঠানো হবে ৷ আর যেসব জায়গায় করোনার প্রতিষেধক নষ্ট হবে সেসব জায়গায় টিকা পাঠানোর ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়বে ৷

Last Updated :Apr 19, 2021, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.