ETV Bharat / bharat

Student Suicide for Ragging: দীর্ঘদিন ধরে ব়্যাগিংয়ের শিকার, ট্রেনের সামনে ঝাঁপ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

author img

By

Published : Feb 20, 2023, 2:14 PM IST

দিনের পর দিন ব়্যাগিং ৷ যা চরম সীমায় পৌঁছে গিয়েছিল বলে অভিযোগ (Ragging Effect)৷ পরিবার কলেজকে টিসি দিতে বললেও তা মেলেনি ৷ শেষমেশ চরম পর্যায়ের ব়্যাগিং প্রাণ কাড়ল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ৷

Etv Bharat
নিহত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

কাভালি (অন্ধ্রপ্রদেশ), 20 ফেব্রুয়ারি: ব়্যাগিংয়ের জেরে আত্মহত্যা করলেন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র (Student Died by Suicide due to Ragging)৷ অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার কাভালির আরএসআর ইঞ্জিনিয়ারিং কলেজের ওই ছাত্রের নাম প্রদীপ ৷ জানা গিয়েছে, শনিবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷

এই ঘটনায় ছাত্রের বাবা-মায়ের বক্তব্য:

পেশায় অটোচালক পেঞ্চালাইয়া লক্ষ্মী কুমারীর কথায়, আমার ছেলে প্রদীপ বিধায়ক রামিরেড্ডি প্রতাপ কুমার রেড্ডি পরিচালিত আরএসআর ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষে পড়ত ৷ কলেজের সিনিয়র ছাত্র ও বহিরাগতরা তাকে ক্লাসের ছাত্রীদের ফোন নম্বর দেওয়ার জন্য চাপ দিত ৷ এমনকী প্রদীপের কাছ থেকে বিয়ার ও বিরিয়ানিও দাবি করত তারা ৷ যদি তার কাছে টাকা না থাকত তাহলে প্রদীপের সঙ্গে অভদ্র ব্যবহার করত ও তার ফোন ছিনিয়ে নিত ৷ এরপর কলেজে এসে কথা বললে হয়রানি আরও বাড়বে বলেও আমার ছেলেক হুমকি দিত ওই ছাত্ররা ৷ আমরা কলেজ কর্তৃপক্ষকে টিসি দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু তারা তাতে কান দেয়নি ৷ আমরা শিক্ষকদেরও এই বিষয়ে জিজ্ঞাসা করেছি ৷ ছেলে এক সপ্তাহ আগে আমাদের জানায় যে এরপর নাকি ব়্যাগিং আরও বেড়ে গিয়েছে ৷ তবে ও কারও নাম করেনি ৷ তাকে বলা হয়, যদি সে হস্টেল ছেড়ে দেয় তাহলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না ৷ এমনকী মেরে ফেলারও হুমকি দেওয়া হয় ৷ আমাদের ছেলে খুব ভয় পেয়েছিল ৷ কিন্তু আমরা বুঝতে পারেনি এই দুর্ঘটনা ঘটাবে ৷ শনিবার রাতের ওই দুর্ঘটনার খবর পেয়ে আমরা ভীষণভাবে ভেঙে পড়েছি ৷

রেলওয়ে এসএসআইয়ের বক্তব্য:

এই ঘটনায় কাভালির রেলওয়ের এসএসআই অরুণাকুমারী বলেন, "প্রদীপ ছুটিতে কালুগোলাম্মাপেটে তাঁর মাসির বাড়ি গিয়েছিলেন ৷ শনিবার সন্ধ্যায় বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটান ৷ প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেনের লাইন পার হতে গিয়ে তাঁর মৃত্যু হয় ৷ কিন্তু জোরপূর্বক মৃত্যুর অভিযোগ থাকায় আমরা মামলাটি বিত্রগুন্টা স্টেশনে স্থানান্তর করব ৷"

আরও পড়ুন : 'মাকে কোনও দিন সুখ দিতে পারলাম না !' সুইসাইড নোট লিখে 'আত্মঘাতী' যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.