ETV Bharat / bharat

Lalu Prasad Yadav Assets Attached: দুর্নীতি মামলায় লালুর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

author img

By

Published : Jul 31, 2023, 7:25 PM IST

Lalu Prasad Yadav Assets Attached
Lalu Prasad Yadav Assets Attached

ED attaches assets of RJD chief Lalu Prasad Yadav: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সম্পত্তির একাংশ বাজেয়াপ্ত করল ইডি ৷ জমির বদলে রেলের চাকরি মামলায় এই পদক্ষেপ করা হয়েছে ইডি-র তরফে ৷

নয়াদিল্লি, 31 জুলাই: জমির বদলে রেলের চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলায় আরও বিপাকে রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ এই দুর্নীতির মামলায় এবার তাঁর সম্পত্তির একাংশ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সরকারি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ তাঁর পরিবারের সদস্য ও আরও কয়েকজন অভিযুক্তেরও সম্পত্তির একাংশ ইডির তরফে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ৷

ওই সরকারি সূত্রের দাবি, অর্থ তছরূপ বিরোধী আইন বা পিএমএলএ-র অধীনে ইডি-র তরফে এই অস্থায়ী নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে লালু প্রসাদ বা অন্য অভিযুক্তদের যে পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার পরিমাণ ঠিক কত, তা জানা যায়নি ৷

গত কয়েক মাসে এই মামলায় ইডির তরফে লালু-পত্নী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুর ছেলে তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, লালু-কন্যা তথা রাজ্যসভায় আরজেডির সাংসদ মিসা ভারতী, চন্দা যাদব ও রাগিনী যাদবের বয়ান রেকর্ড করেছে ৷

উল্লেখ্য, 2004 সালে ইউপিএ তৈরি করে কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে জোট সরকার তৈরি হয়েছিল ৷ ওই সরকারের গুরুত্বপূর্ণ শরিক ছিল আরজেডি ৷ সেই সময় লালু প্রসাদ যাদব ছিলেন রেলমন্ত্রী ৷ সেই সময়কালেই জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগ ওঠে, 2004 থেকে 2009 সালের মধ্যে রেলের গ্রুপ-ডি তে অনেককে নিয়োগ করা হয় ৷ কিন্তু সেই চাকরি পাওয়ার জন্য সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের জমি হস্তান্তর করে দিতে হয় লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের নামে ৷ প্রথমে তদন্ত শুরু করে সিবিআই ৷ আর্থিক তছরূপের বিষয়টি জড়িয়ে যাওয়ায় তদন্তে নেমেছে ইডি-ও ৷

আরও পড়ুন: চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় লালু-রাবড়িদের জামিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.