ETV Bharat / bharat

German Shepherd in Panchkula: নামিবিয়ার চিতা পাহারায় জার্মান শেপার্ড, পাঁচকুলায় বিশেষ প্রশিক্ষণ

author img

By

Published : Sep 28, 2022, 9:15 AM IST

Updated : Sep 28, 2022, 10:27 AM IST

German Shepherd trained in Panchkula
ETV Bharat

নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে রক্ষা করতে মাঠে নামবে জার্মান শেপার্ড ৷ তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে হরিয়ানার পাঁচকুলায় (German Shepherd trained in Panchkula) ৷

পাঁচকুলা, 28 সেপ্টেম্বর: নামিবিয়া থেকে আনা চিতাদের নিরাপত্তায় এবার জার্মান শেপার্ড ৷ হ্যাঁ, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে 8টি চিতা আসে ৷ স্বয়ং প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তিনটি চিতাকে কোয়ারান্টাইন এনক্লোজারে ছেড়ে দেন ৷ কিন্তু এরাও চোরাশিকারিদের খপ্পরে পড়বে না তো (Dogs are being trained to deploy in Kuno in Panchkula ITBP training Centre) ? এই আশঙ্কা থেকেই যায় ।

সেই কারণে চিতাদের সুরক্ষা নিশ্চিত করতে জার্মান শেপার্ডদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ হরিয়ানার পাঁচকুলায় ইন্দো-টিবেতান ট্রেনিং সেন্টারে এই কুকুরদের ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ চিতার দাঁত থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ চেনানোর কাজ শুরু হয়েছে । পাশপাশি আরও নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে শেপার্ডদের তৈরি করছেন বিশেষজ্ঞরা।

  • #WATCH | Haryana: German Shepherds getting trained at Indo-Tibetan Border Police Force's (ITBP) National Training Centre for Dogs in Panchkula to be deployed in Madhya Pradesh's Kuno National Park to protect the recently released Namibian cheetahs from poachers. pic.twitter.com/emVv7qgcbW

    — ANI (@ANI) September 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

নামিবিয়া থেকে যেদিন চিতা এসে পৌঁছয় সেদিনই দেশের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাঁচের দশকের গোড়া থেকেই ভারতে চিতা বিলুপ্ত প্রাণী হিসেবে চিহ্নিত হয়েছিল । কিন্তু প্রধানমন্ত্রী জানান অন্য কোনও সরকার দেশে চিতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি । পাশাপাশি সেদিন পরিবেশের ভারসাম্য রক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও সরব হন মোদি । এরপর নামিবিয়া থেকে আসা চিতাদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হল ।

Last Updated :Sep 28, 2022, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.