Narendra Modi: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

author img

By

Published : Sep 17, 2022, 12:38 PM IST

Updated : Sep 17, 2022, 3:34 PM IST

Narendra Modi targets previous governments for not to bring back Cheetahs in India

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে ভারতে ফিরল চিতা (Cheetah) ৷ নামিবিয়া (Namibia) থেকে আনা আটটি চিতা ছাড়া হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ৷ তারপর দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী ।

ভোপাল, 17 সেপ্টেম্বর: সাত দশক পর ভারতে ফিরল চিতা (Cheetah) ৷ শনিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) আটটি চিতা ছাড়া হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) কয়েকটি চিতাকে খাঁচামুক্ত করেন ৷ আর তার ঠিক পরেই নিশানা করে দেশের পূর্বতন বিভিন্ন সরকারকে ৷ তাঁর স্পষ্ট বার্তা, 1952 সালে ভারতে চিতাকে 'বিলুপ্ত' প্রাণী ঘোষণা করেই দায় সেরেছিল সংশ্লিষ্ট সরকার পক্ষ ৷ কিন্তু, চিতাকে ভারতের জঙ্গলে ফিরিয়ে আনার কোনও প্রয়াস কখনও করা হয়নি ৷ অবশেষে তাঁর সরকারকেই সেই উদ্যোগ শুরু করতে হয়েছে ৷

শনিবার (17 সেপ্টেম্বর) মোদির জন্মদিন ৷ 72 বছর পূর্ণ করলেন তিনি ৷ সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে ভারতে চিতা ফেরানোর জন্য বেছে নেওয়া হয় ৷ নামিবিয়া (Namibia) থেকে আনা আটটি পূর্ণবয়স্ক চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয় ৷ দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে কয়েকটি চিতাকে খাঁচামুক্ত করেন মোদি স্বয়ং ৷ উল্লেখ্য, এই আটটি প্রাণীর মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা রয়েছে ৷ এই তিনটি পুরুষ চিতার মধ্যে দু'টি আবার একই মায়ের সন্তান ৷ সম্পর্কে আপন ভাই এই চিতা দু'টির বয়স সাড়ে পাঁচ বছরের আশপাশে ৷

আরও পড়ুন: জন্মদিনে হাজার হাজার চায়ের কাপ দিয়ে প্রধানমন্ত্রীর মূর্তি গড়লেন সুদর্শন

এদিনের এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন মোদি ৷ তবে, সেই ভাষণ একেবারে অরাজনৈতিক ছিল, একথা বলা যায় না ৷ মোদি বলেন,ভারতে শেষ যে তিনটি চিতা বেঁচে ছিল, সেগুলিকেও 1947 সালে শিকারের নামে মেরে ফেলা হয় ! এই ঘটনাকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ একইসঙ্গে তাঁর আক্ষেপ, 1952 সালে ভারতে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসাবে ঘোষণা করা হয় ৷ কিন্তু, তারপর কখনই দেশে এই প্রাণীটিকে ফেরানো বা তার পুনর্বাসনের জন্য কোনও পদক্ষেপ করা হয়নি ৷ অবশেষে স্বাধীনতার অমৃত মহোৎসবের আবহে সেই কাজ করে দেখিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার ৷ এখানে মোদির বার্তা স্পষ্ট, পরিবেশের ভারসাম্য রক্ষায় পূর্বতন সরকারগুলি সেভাবে আগ্রহী ছিল না ৷ উল্লেখ্য়, যে সাত দশকের কথা এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, তার একটা বড় সময় ধরেই অবিজেপি দল (বিশেষত কংগ্রেস) ক্ষমতায় থেকেছে ৷ মোদি সরাসরি তাদেরই কাঠগড়ায় তুলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে চিতা ফিরিয়ে আনার পিছনে দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে ৷ দেশের বিজ্ঞানীরা এর জন্য লাগাতার পরিশ্রম করেছেন ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রীর বার্তা, 2014 সালে তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হওয়ার পর থেকে দেশে বাঘ, এশীয় সিংহের সংখ্য়া বাড়ার পাশাপাশি বনাঞ্চল এবং জলাভূমির পরিধিও বেড়েছে ৷ ভারত বাকি বিশ্বকে শিখিয়েছে, অর্থনেতিক বিকাশের জন্য পরিবেশ ধ্বংস করার কোনও প্রয়োজন নেই ৷

Last Updated :Sep 17, 2022, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.