Chandigarh University Row: বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন পঞ্জাব পুলিশের ডিজি

author img

By

Published : Sep 19, 2022, 6:47 AM IST

Etv Bharat

পড়ুয়াদের সঙ্গে দেখা করেন পঞ্জাব পুলিশের ডিজি জিএস ভুল্লার। আইনি প্রক্রিয়ার উপর ভরসা রাখতে অনুরোধ করেন । পাশাপাশি সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে বলে পড়ুয়াদের আশ্বাসও দেন (Punjab DGP Spoke With The Students)।

চণ্ডীগড়,19 সেপ্টেম্বর: হস্টেল থেকে ভিডিয়ো ফাঁসের ঘটনা ঘিরে এখনও উতপ্ত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (Chandigarh University) । স্নানের সময় তোলা ছাত্রীদের ভিডিয়ো ফাঁস হয়ে গিয়েছে দাবি করে রবিবার সকাল থেকেই বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । এরই মাঝে এই ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে সিমলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । তাকে ইতিমধ্যেই পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । সানি মেহেতা নামে ওই যুবকের বাড়ি সিমলার রহুর মহকুমায় । পাশাপাশি এই ঘটনায় পঙ্কজ বর্মা নামো এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ । তবে বিশ্ববিদ্যালয়ের (Chandigarh University) তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, শুধুমাত্র একটি ভিডিয়ো ক্লিপই ফাঁস হয়েছে এবং সেই ভিডিয়োটি অভিযুক্তের নিজেরই । তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছে । সবমিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন 2 জন ।

আরও পড়ুন: মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের

এদিকে সময় যত এগোচ্ছে বিক্ষোভও ততই বাড়ছে বিশ্ববিদ্যালয়ে । এমতাবস্থায় রবিবার রাতের দিকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন পঞ্জাব পুলিশের ডিজি জিএস ভুল্লার। তিনি বলেন,"আইনি প্রক্রিয়ার উপর ভরসা রাখা একান্ত প্রয়োজন । আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে। (Punjab DGP Spoke With The Students)"

এই ঘটনা প্রকাশ্যে আসতেই কয়েকটি সূত্রে দাবি করা হয় ভিডিয়ো ফাঁস হওয়ার পর 8 ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন । কিন্তু পুলিশ প্রথম থেকেই বলে আসছে এমন কোনও ঘটনাই ঘটেনি । রাতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আরও একবার এই প্রসঙ্গে নিজেদের মত ব্যক্ত করেছেন পুলিশ কর্তারা । তাঁদের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। পাশপাশি পুলিশের রিপোর্টেও বলা হয়েছে এই ঘটনায় কারও মৃত্যু হয়নি ।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দিয়েছিল পঞ্জাব সরকার । টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, আমাদের মেয়েরা আমাদের গর্ব । এই ঘটনা শুনে খুবই খারাপ লাগছে । দোষীদের শাস্তি দিতে উচ্চপর্যায়ের তদন্ত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.