ETV Bharat / bharat

Delhi Schools-Gyms to reopen On Monday: সোমবার থেকে দিল্লিতে খুলছে স্কুল-কলেজ-জিম, তবে নাইট কার্ফু বহাল

author img

By

Published : Feb 4, 2022, 3:08 PM IST

সোমবার থেকে দিল্লিতে খুলছে স্কুল-কলেজ-জিম (Delhi Schools-Gyms to reopen On Monday) ৷ এই সিদ্ধান্ত হয়েছে ডিডিএমএ-র বৈঠকে ৷ তবে জারি থাকছে নাইট কার্ফু (night curfew to remain in Delhi) ৷

Delhi Schools, Gyms to reopen On Monday, 100 per cent Staff In Offices, night curfew to remain
সোমবার থেকে দিল্লিতে খুলছে স্কুল-কলেজ-জিম, থাকছে নাইট কার্ফু

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: কমছে কোভিড সংক্রমণের হার ৷ এবার দিল্লিতে পুনরায় খুলে যাচ্ছে স্কুল-কলেজ (Delhi Schools-Gyms to reopen On Monday) ৷ সোমবার থেকে রাজধানীর স্কুল, কলেজ, কোচিং প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷ শুধু স্কুলই নয়, কোভিড বিধি মেনে জিম, সুইমিং পুল ও স্পাগুলিও খোলার নির্দেশ দিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ৷

তবে নাইট কার্ফু (night curfew to remain in Delhi) এখনই উঠছে না ৷ নাইট কার্ফুর সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছে ৷ রাত 10টার বদলে এবার থেকে নাইট কার্ফু রাত 11টা থেকে শুরু হবে, চলবে ভোর পাঁচটা পর্যন্ত ৷

শুক্রবার দিল্লি সরকারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোভিডবিধি মেনে ধাপে ধাপে খুলবে স্কুল ৷ 7 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে যাবে ৷ তবে যে শিক্ষকরা এখনও টিকা নেননি, তাঁদের ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ স্কুল খোলার পাশাপাশি 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ অভিযানকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার উপরও জোর দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷

আরও পড়ুন: Delhi Recommends Ending Weekend Curfew: সপ্তাহান্তের কার্ফু তুলতে চায় দিল্লি সরকার, বাজারের বিধিনিষেধও শিথিলের প্রস্তাব

এবার থেকে অফিসেও 100 শতাংশ হাজিরার (100 per cent Staff In Offices) অনুমতি দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, যিনি একাই গাড়ি চালিয়ে যাচ্ছেন, তিনি মাস্ক না পরলেও চলবে ৷

একদিন আগেই কেন্দ্রীয় সরকার বলেছে, কোভিড সংক্রমণের হার ও প্রতি 100টি নমুনা পরীক্ষায় সংক্রমিতের সংখ্যা কমতে শুরু করেছে ৷ পজিটিভিটির হার ক্রমে কমতে থাকায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপরাজ্যপাল অনিল বৈজালের নেতৃত্বাধীন ডিডিএমএ-র বৈঠকে ৷

21 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারির মধ্যে দেশের দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা 50 শতাংশ কমে 3,47,254 থেকে 1,72,433 হয়েছে ৷ এই সময়কালে সংক্রমণের হার 17.94 শতাংশ থেকে কমে 10.99 শতাংশ হয়েছে ৷ বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 2,668 জন ৷ কোভিডে এই দিন প্রাণ গিয়েছে 13 জনের ৷ সংক্রমণের হার কমেছে 4.3 শতাংশ ৷ 13 জানুয়ারি রেকর্ড 28,867 সংখ্যক সংক্রমণ হওয়ার পর থেকে নামতে শুরু করেছে রাজধানীর সংক্রমণের গ্রাফ ৷

আরও পড়ুন: Weekend curfew imposed in Delhi: কোভিড রুখতে শনি-রবি কার্ফু দিল্লিতে, 100% যাত্রী নিয়েই চলবে বাস-মেট্রো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.