ETV Bharat / bharat

Delhi Govt on Pollution: দিল্লির দূষণ রোধে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ মন্ত্রীর, তোপ বিজেপিকে

author img

By

Published : Nov 2, 2022, 1:13 PM IST

দূষণ রোধে ওয়ার্ক ফ্রম হোম করার (Work from home) পরামর্শ দিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Delhi minister Gopal Rai)৷ পাশাপাশি তিনি এই নিয়ে তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে (Delhi Govt on Pollution)৷

Delhi minister Gopal Rai appeals to do 'work from home', attacks BJP amid 'very poor' AQI
দিল্লির দূষণ রোধে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ মন্ত্রীর, তোপ বিজেপিকে

নয়াদিল্লি, 2 নভেম্বর: আবারও দূষণে জেরবার রাজধানী ৷ বাতাসের (AQI) মান 'খুব খারাপ' (Very poor) ক্যাটাগরিতে নেমে গিয়েছে ৷ মানুষজনকে ওয়ার্ক ফ্রম হোম (Work from home) করার পরামর্শ দিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Delhi minister Gopal Rai)৷ আর যদি বাইরে বেরোতেই হয়, তবে দূষণ রোধ করতে দিল্লিবাসীকে গণপরিবহণ ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি ৷ খড় পুড়িয়ে দূষণ বৃদ্ধির জন্য পঞ্জাবের কৃষকদের সমালোচনা করায় বিজেপিকে এ দিন একহাত নিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী (Delhi Govt on Pollution)৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের আনা 'বিতর্কিত' কৃষি আইনের বিরোধিতা করার কারণেই কৃষকদের দূষণের জন্য দায়ী করছে বিজেপি ৷

গোপাল রাই বুধবার বলেছেন, "কৃষকরা প্রতিবাদ জানিয়েছিলেন বলেই খড় পোড়ানোর জন্য তাঁদের উপর দোষ চাপাচ্ছে বিজেপি ৷ ওরা কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় ৷ কৃষকদের হেনস্থা করা, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তাদের (বিজেপি) বন্ধ করা উচিত ৷ প্রতিশোধ নেবেন না, তাঁদের সমর্থন করা শুরু করুন ৷"

মন্ত্রীর কথায়, "রাজনীতির মাধ্যমে বায়ু দূষণ সমস্যার সমাধান করা যাবে না । কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) একটি পরিকল্পনা নিয়ে এসেছে, যা উত্তরপ্রদেশ এবং হরিয়ানায়ও প্রয়োগ করতে হবে -- গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম এবং বাহাদুরগড়েও সেই পরিকল্পনা প্রয়োগ করতে হবে । সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, দিল্লির বায়ু দূষণের 69 শতাংশ আসে বাইরে থেকে ।"

আরও পড়ুন: কোথায় নিষেধাজ্ঞা! দিল্লিতে দেদার ফাটল আতসবাজি, বাড়ল দূষণ

গোপাল রাই এ দিন দিল্লিবাসীর উদ্দেশে বলেন, "আমি লোকেদের কাছে অনুরোধ করছি, যদি সম্ভব হয় বাড়ি থেকে কাজ করুন এবং ব্যক্তিগত যানবাহন এড়িয়ে চলুন । 50 শতাংশ দূষণ হয় যানবাহন থেকে । আর মানুষের বাজি ফাটানোও উচিত না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.