ETV Bharat / bharat

Rajnath Singh Sri Lanka Visit: ড্রাগন-কাঁটা! স্থগিত হল রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 5:20 PM IST

Defence Minister Rajnath Singh
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

চিনা জাহাজকে নিজের জলসীমায় প্রবেশের অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা ৷ একবার নয় বার বার । এবার স্থগিত করা হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর ৷ প্রতিবেশী দেশের কাজে অসন্তুষ্ট ভারত ৷ এই পদক্ষেপের মাধ্যমে কলম্বোকে কড়া বার্তাই দিল দিল্লি বলে মনে করা হচ্ছে ৷ লিখছেন ইটিভি ভারত-এর অরুণিম ভূয়ান ।

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: আপাতত স্থগিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর ৷ ভারতের দক্ষিণের প্রতিবেশী দেশ আরেকটি চিনা জাহাজকে তার জলসীমায় প্রবেশের অনুমতি দিয়েছে ৷ এই খবর সামনে আসার পরই স্থগিত করা হল রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর ৷ 2-3 সেপ্টেম্বর এই সফর হওয়ার কথা ছিল তাঁর ৷ এর আগেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে শুক্রবার সন্ধ্যায় বিবৃতি জারি করে সফর স্থগিতের ঘোষণা করে ৷ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "অনিবার্য কারণে শ্রীলঙ্কায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সফর পিছিয়ে দেওয়া হয়েছে । রাজনাথ সিং ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ । তিনি যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপরাষ্ট্রটি পরিদর্শন করতে যাবেন ।"

এই সফর স্থগিত করে নয়াদিল্লি শ্রীলঙ্কাকে কড়া বার্তা দিল বলে মনে করা হচ্ছে ৷ কারণ আরও একটি চিনা জাহাজকে দ্বীপরাষ্ট্রের জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে কলম্বোর তরফে ৷ চিনা নৌ-জাহাজকে তার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ জানিয়েছে ভারত ৷ তা সত্ত্বেও ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রক গত মাসে বিদেশ মন্ত্রক ও জাতীয় জলজ সম্পদ গবেষণা ও উন্নয়ন সংস্থার (এনএআরএ) অনুরোধের প্রেক্ষিতে শি ইয়ান 6- জাহাজকে তার জলসীমায় প্রবেশের অনুমতি দিয়েছে । এটিকে গবেষণার জাহাজ বলে দাবি করা হয়েছে ৷ আর সেই জন্যেই জলসীমায় প্রবেশে অনুমতি দেয় শ্রীলঙ্কা বলে জানানো হয় ৷

চিনের পতাকার নিয়ে যাত্রা করা জাহাজটির বহন ক্ষমতা এক হাজার 115 ডিডব্লুটি ৷ এটি 90.6 মিটার দীর্ঘ এবং 17 মিটার চওড়া । চিনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিজিটিএন-এর দাবি, শি ইয়ান -6 হল একটি বৈজ্ঞানিক গবেষণা জাহাজ ৷ যার মধ্যে 60 জন ক্রু থাকছে ৷ এটি সমুদ্রবিদ্যা, সামুদ্রিক বাস্তুবিদ্যা এবং সামুদ্রিক ভূতত্ত্ব পরীক্ষা করবে । কিন্তু ঘটনাটি হল যে বেশিরভাগ চিনা জাহাজের সামরিক উদ্দেশ্য রয়েছে ।

আরও পড়ুন: চিনকে আটকাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

জাহাজটি 26 অক্টোবর শ্রীলঙ্কায় পৌঁছবে এবং কলম্বো ও হাম্বানটোটা বন্দরে থাকবে । এটি 17 দিন সেখানে থাকবে এবং গবেষণার কাজ করবে । শ্রীলঙ্কা ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে চিনা জাহাজটিকে শুধুমাত্র এনএআরএ আধিকারিকদের উপস্থিতিতে গবেষণার কাজ করার অনুমতি দেওয়া হবে ৷ কিন্তু নয়াদিল্লি সেই কথায় আশ্বস্ত হয়নি বলেই মনে করা হচ্ছে । কারণ তারপরেই রাজনাথের সফর স্থগিতের ঘোষণা সামনে এসেছে ৷

এই সফরে রাজনাথ সিং-এর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা ছিল । শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রতিরক্ষার বিষয়টিও বৈঠকের সময় পর্যালোচনা করা হবে বলে মনে করা হয়েছিল । পাশাপাশি রাজনাথের মধ্য শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়া এবং দেশের পূর্বাঞ্চলে অবস্থিত ত্রিনকোমালিতেও যাওয়ার কথা ছিল । তাঁর সফরের সময়েই কলম্বো বন্দরে ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় ডিজাইন এবং নির্মিত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস দিল্লির ডকিংয়ের সঙ্গে মিলত । জাহাজে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলঙ্কার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের রাজনাথকে আপ্যায়ন করার কথা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.