ETV Bharat / bharat

India-US Bilateral Relationship: চিনকে আটকাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

author img

By

Published : Jun 5, 2023, 7:51 PM IST

রবিবার ভারতে এসেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷ সোমবার তিনি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ৷ সেখানে চিনকে ঠেকাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয় ৷

India-US Bilateral Relationship
India-US Bilateral Relationship

নয়াদিল্লি, 5 জুন: ভারতের সঙ্গে দ্বীপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভারত সফরে এসে সেই কথায় স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷ সরকারি সূত্র থেকে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, চিনের অর্থনৈতিক উত্থান ও যুদ্ধ প্রবণতাকে আটকাতেই ভারত-মার্কিন সম্পর্ককে আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন লয়েড অস্টিন ৷ তিনি সোমবার সাক্ষাৎ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ৷ সেই বৈঠকেই চিন সংক্রান্ত এই বিষয়টি উঠে আসে বলে খবর ৷

India-US Bilateral Relationship
ভারত সফরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন

সরকারি সূত্রে আরও জানা গিয়েছে যে উভয়পক্ষই প্রতিরক্ষা, ক্লিন এনার্জি ও মহাকাশ-সহ প্রযুক্তি বিষয়ে অংশীদারিত্বের উপর জোর দিয়েছে । ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে দেশী প্রযুক্তি ব্যবহার করছে ৷ এই নিয়ে বিদেশি নির্ভরতা, বিশেষ করে রাশিয়া থেকে অস্ত্র আমদানির বিষয়টির উপর জোর দিচ্ছে বৈঠকে আলোচনা হয়েছে ৷

India-US Bilateral Relationship
ভারত সফরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন

লয়েড অস্টিন দু’দিনের সফরে ভারতে এসেছেন ৷ রবিবার ভারতে পৌঁছানোর আগেই টুইট করেন তিনি ৷ সেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা তিনি উল্লেখ করেন ৷ পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যে একই সঙ্গে হাতেহাত মিলিয়ে কাজ করছে, সেই বিষয়টি জানান তিনি ৷ আগামী 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে বলে খবর ৷ তার আগে অস্টিনের এই ভারত সফর তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

India-US Bilateral Relationship
ভারত সফরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন

প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদীর মতে, ভারত জেনারেল অটোমিকস অ্যারোনটিকাল সিস্টেমস আইএনসি থেকে 18টি সশস্ত্র ড্রোন কিনতে চাইছে ৷ যা অনেক উচ্চতায় ব্যবহার করা যাবে ৷ মূলত, চিন ও পাকিস্তানের সীমান্তে এগুলি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে ৷ তাছাড়া ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ অংশেও তা ব্যবহার করা হতে পারে ৷ এটা কিনতে খরচ হতে পারে 1.5 বিলিয়ন থেকে 2 বিলিয়ন মার্কিন ডলার ৷ এছাড়াও আরও কিছু প্রতিরক্ষা চুক্তি হতে পারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ৷

India-US Bilateral Relationship
ভারত সফরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন

আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ আমেরিকার, ব্যথিত সস্ত্রীক বাইডেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.