ETV Bharat / bharat

Assam Flood : 22 লক্ষ মানুষ এখনও দুর্যোগের কবলে , অসমে বন্যায় মৃত বেড়ে 126

author img

By

Published : Jun 27, 2022, 9:45 AM IST

Updated : Jun 27, 2022, 9:51 AM IST

Assam Floods
অসমে বন্যায় মৃত বেড়ে 126

গত 24 ঘণ্টায় একজন করে মৃত্যুর খবর এসেছে বারপেতা, কাছাড়, দারাং, করিমগঞ্জ এবং মোরিগ্রাম জেলা থেকে । এ নিয়ে বন্যা-কবলিত অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 126 (Death toll rises to 126 in Assam flood) ।

গুয়াহাটি, 27 জুন : সামান্য উন্নতি হলেও অসমে বন্যা পরিস্থিতির ভয়াবহতা এখনও কাটেনি । বরং গত চব্বিশ ঘণ্টায় চার শিশু-সহ আরও 5 জনের মৃত্যুর খবর এসেছে উত্তর-পূর্বের রাজ্যটি থেকে । এ নিয়ে বন্যা-কবলিত অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 126 (Death toll rises to 126 in Assam flood) । একজন করে মৃত্যুর খবর এসেছে বারপেতা, কাছাড়, দারাং, করিমগঞ্জ এবং মোরিগ্রাম জেলা থেকে । সরকারিভাবে এখনও বন্যার কবলে রাজ্যের 22 লক্ষেরও বেশি মানুষ ।

এরমধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজ্যের বারপেতা জেলায় । সেখানে বন্যা দুর্গত প্রায় 7 লক্ষ মানুষ । নগাঁও এবং কাছাড় জেলায় সংখ্যাটা যথাক্রমে সওয়া 5 লক্ষ এবং পৌনে 3 লক্ষের কাছাকাছি । এছাড়াও ধীমাজি, ধুবরি, ডিব্রুগড়, গোলপাড়া, গোলাঘাট, হাইলাকান্ডি, হোজাই, কামরূপ, নলবাড়ি, লখিমপুর, মাজুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত বন্যায় । জলের তলায় রাজ্যের 74 হাজার হেক্টরেরও বেশি জমি ।

রাজ্যের 564টি ত্রাণ শিবিরে বিনিদ্র রাত কাটাচ্ছেন 2 লক্ষ 17 হাজার মানুষ । সেনার পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে হাত লাগিয়েছে উদ্ধারকার্যে । যদিও এরইমধ্যে জেলাগুলোতে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেই খবর । তবে নগাঁওয়ে কোপিলি নদী বিপদসীমার উপর দিয়ে বওয়ায় উদ্বেগ কাটেনি এখনও ।

আরও পড়ুন : অপ্রতুল নিম্নচাপ, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে

রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলচর পরিদর্শন করেন । এরপর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তিনি । বন্যা দুর্গত মানুষ যাতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থেকে কোনওভাবে বঞ্চিত না হয়, সে ব্যাপারে কড়া নির্দেশ প্রদান করেছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের প্রত্যেক শহরের প্রতিটি মিউনিসিপ্যাল ওয়ার্ডে অন্ততপক্ষে একটি করে স্বাস্হ্যশিবির আয়োজনেরও পরামর্শ দিয়েছেন তিনি । পাশাপাশি আগামী সাতদিন মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় সমস্তরকম ওষুধ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ।

Last Updated :Jun 27, 2022, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.