ETV Bharat / state

West Bengal Weather Update : অপ্রতুল নিম্নচাপ, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে

author img

By

Published : Jun 27, 2022, 7:16 AM IST

Updated : Jun 27, 2022, 7:30 AM IST

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টি চলবে । হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিতেই বর্ষা না হওয়ার আক্ষেপ মেটাতে হবে (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি

কলকাতা, 27 জুন : আচমকা বৃষ্টিতে অপ্রস্তুত জনজীবন । কখনও রোদ কখনও আকাশ কালো করে মেঘের ঘনঘটা । বিক্ষিপ্ত বৃষ্টির এই চরিত্রে ছাতা সঙ্গে রাখলে বাড়তি বোঝা, না রাখলেও বিপদ । আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টি চলবে । তবে উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Light to Moderate Rains will Continue in South Bengal)। কেন এই বৃষ্টির খামখেয়ালিপনা ?

হাওয়া অফিস বলছে, পূর্বভারতে বৃষ্টির প্রধান অনুঘটক বঙ্গোপসাগরে নিম্নচাপ । দক্ষিণবঙ্গে বৃষ্টিতে এই নিম্নচাপের ভূমিকা বিরাট । জুন মাসে এখনও পর্যন্ত নিম্নচাপের দেখা নেই । আগামী তিনদিনে তার সম্ভাবনা নেই । ফলে জুন মাসে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিতেই বর্ষা না-হওয়ার আক্ষেপ মেটাতে হবে । তবে উত্তরবঙ্গে শুরু থেকেই বৃষ্টি টপ-গিয়ারে চলছে । মাঝে দু'দিন সাময়িক বিরতি নিলেও ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চলছেই ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 27th June : কেমন যাবে আজকের দিন ? চোখ রাখুন রাশিফলে

চলতি বর্ষায় ইতিমধ্যে 49 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে । আগামী পাঁচদিনের যে পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে, তাতে শুধু উপরের পাঁচটি জেলাই নয়, উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাসে বিক্ষিপ্ত (হালকা থেকে মাঝারি) বৃষ্টির সম্ভাবনা । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা বৃষ্টি হয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ প্রধানত মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টিও হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Jun 27, 2022, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.