ETV Bharat / bharat

Bihar Hooch Tragedy: বিহারের বিষমদকাণ্ডে মৃত বেড়ে 73, সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন

author img

By

Published : Dec 17, 2022, 3:33 PM IST

Updated : Dec 17, 2022, 6:34 PM IST

Bihar Hooch Tragedy
Bihar Hooch Tragedy Death toll rises

বিষমদকাণ্ডে (Bihar Hooch Tragedy) এখনও পর্যন্ত 73 জনের মৃত্যু হয়েছে (Death toll rises) । বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি পিটিশনও দায়ের করা হয়েছে ।

ছাপড়া(বিহার), 17 ডিসেম্বর: থামার লক্ষণ নেই, বিহারে বিষমদকাণ্ডে (Bihar Hooch Tragedy) বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই ঘটনায় 73 জনের মৃত্যু হয়েছে (Death toll rises) । মৃতরা মাশরাক থানা এলাকা, মাধৌরা, ইসুয়াপুর এবং সারনের আমনৌর ব্লকের বাসিন্দা । বিষমদকাণ্ডে তদন্তের স্বার্থে একটি সিট (SIT) গঠন করা হয়েছে ৷ তারা বিষমদকাণ্ডের তদন্ত করছে ৷

এরই মাঝে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ৷ সূত্রের খবর, বিষমদ অন্য কোনও জায়গা থেকে নয়, বরং থানা থেকে উধাও হয়ে গিয়েছিল । এমনই সংক্রান্ত তথ্যই এখন রাজ্য সরকারের হাতে এসে পৌঁছেছে এবং তার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে ।

জানা গিয়েছে, মাশরাক থানায় আবগারি দফতর প্রচুর পরিমাণে কাঁচা স্পিরিট বাজেয়াপ্ত করে এবং তা নষ্ট করার জন্য রেখেছিল ৷ কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সেগুলি নষ্ট করতে ভুলে গিয়েছিল । আর এর থেকেই বিপুল পরিমাণ স্পিরিট গায়েব হয়ে যায় । এমন আশংকা প্রকাশ করা হচ্ছে, এই বিষমদ থানা থেকেই উধাও হয়ে গিয়েছে ৷ যার জেরে মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত (Chhapra Hooch Tragedy) ।

অসুস্থ ব্যক্তিরা জানান, তারা মাশরাক বাজার থেকে এই মদ কিনেছিলেন । রাজ্য সরকারের উচ্চপর্যায়ের একটি দলও বিষয়টি খতিয়ে দেখতে ছাপড়া পৌঁছেছে । থানায় মজুত করে রাখা মদে ব্যাপক অনিয়ম পাওয়া গিয়েছে । এখানে খোলা জায়গায় মদ রাখা হয়েছিল ৷ যার মধ্যে থেকে অনেক ড্রাম পাওয়া যায়নি । যুগ্ম কমিশনার কৃষ্ণা পাসওয়ান এবং পণ্য বিভাগের উপসচিব নিরঞ্জন কুমার বিষয়টি তদন্ত করতে মাশরাকে পৌঁছেছিলেন । যদিও তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ।

সূত্রের খবর, বিষমদকাণ্ডে 48 ঘন্টার মধ্যে 213 জনকে গ্রেফতার করা হয়েছে । এর মধ্যে অনেককে আটকও করা হয়েছে । অভিযুক্ত গুড্ডু পান্ডে এবং অনিল সিংকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে । অসুস্থদের চিকিৎসা চলছে ছাপড়া সদর হাসপাতাল, পিএমসিএইচ ও এনএমসিএইচে । বিষাক্ত মদ পান করে এ পর্যন্ত 25 জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: মদ খেলে মরবে, কোনও আর্থিক সাহায্য নয়; বিষমদ-কাণ্ডে মন্তব্য নীতীশের

একইসঙ্গে এই ঘটনায় মাশরাক থানার দুইজন পুলিশ আধিকারিককে এসপি সন্তোষ কুমার অবিলম্বে অপসারণ করেছেন । এসডিপিওকে বদলি করা হয়েছে । মারহাউড়া ডিএসপিকেও বদলি করা হতে পারে বলে খবর ।

Last Updated :Dec 17, 2022, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.