ETV Bharat / bharat

Death Sentence in Children Murder Case: বুলন্দশহরে তিনটি বাচ্চাকে অপহরণ করে খুনের ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ড

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 10:50 PM IST

ETV Bharat
ফাইল ছবি

2019 সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরে তিনটি বাচ্চাকে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় বুধবার তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত ৷

বুলন্দশহর, 18 অক্টোবর: 2019 সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরে তিনটি বাচ্চাকে অপহরণ করে খুনের মামলায় বুধবার তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের একটি আদালত ৷ 2019 সালের 25 মে এই তিনটি বাচ্চাকে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছিল ৷ বুধবার এখানকার অ্যাডিশনাল সেশন জজ মনু কালিয়া এই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন ৷ মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এই তিন দোষী ব্যক্তি হল সলমন মালিক, বিলাল ও ইমরান ওরফে গুঙ্গা ৷ এদের মধ্যে সলমন মালিক ও বিলাল জলিলপুর জাহাঙ্গীরবাদ এবং ইমরান মির্জাপুর কোতওয়ালি দেহাতের বাসিন্দা ৷

উল্লেখ্য, ঘটনার দিন কোটওয়ালি নগর এলাকা থেকে ওই তিনটি বাচ্চাকে অপহরণ করা হয়েছিল ৷ পরে শিকারপুর এলাকা থেকে তাদের দেহ উদ্ধার হয় ৷ গুলি করে খুন করা হয়েছিল ওই তিনটি বাচ্চাকে ৷ এই ঘটনাতেই এদিন এই সাজা শুনিয়েছে আদালত ৷ মৃত তিনটি শিশুর নাম আরিবা (7), আসমা (9) ও আবদুল (8) ৷

আরও পড়ুন: প্রেমিক ও বন্ধুর সাহায্য নিয়ে শাশুড়িকে খুন পুত্রবধূর, গল্প ফেঁদেও পার পেল না অভিযুক্তরা

এই চাঞ্চল্যকর খুনের ঘটনাক্রম যা জানা গিয়েছে তা এরকম, 2019 সালের 24 মে জামসেদ নামে এক ব্যক্তি রোজার পর ইফতার পার্টি রেখেছিলেন ৷ সেই অনুষ্ঠানে ওই ব্যক্তি সলমন মালিক, বিলাল ও ইমরানকে ডাকেননি ৷ পুলিশ জানিয়েছে, এরপরেই সম্পর্কে মাসতুতো ভাই বিলাল জামসেদকে হুমকি দেয় এই অপমানের প্রতিশোধ সে তুলবে ৷ এরপরেই ওই তিন ব্যক্তি জামসেদ নামে ওই কার্পেন্টারের মেয়ে ও ভাইজিকে অপহরণ করে ৷ ওই পরিবারের আরও একটি বাচ্চাকেও অপহরণ করা হয় ৷ তদন্তে পুলিশ জানতে পারে, ওই তিনটি বাচ্চাকে ধুতরী গ্রামের জঙ্গলে নিয়ে গিয়ে মাথায় ও বুকে গুলি করে খুন করা হয় ৷ এরপর লুকিয়ে কোটওয়ালি নগর এলাকায় ওই তিনটি বাচ্চার দেহ ফেলে রেখে পালায় এই তিন ব্যক্তি ৷ ঘটনার তদন্তে নেমে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.