ETV Bharat / bharat

Rahul Gandhi রাহুলকেই আবার সভাপতি চেয়ে কংগ্রেসের অন্দরে সরব অনেক নেতা

author img

By

Published : Aug 29, 2022, 7:36 PM IST

Day after poll dates chorus in favour of Rahul Gandhi as next Congress president
Rahul Gandhi রাহুলকেই আবার সভাপতি চেয়ে কংগ্রেসের অন্দরে সরব অনেক নেতা

আগামী মাসে কংগ্রেসের (Congress) সভাপতি নির্বাচন ৷ একাধিক কংগ্রেস নেতা চাইছেন রাহুল গান্ধিই (Rahul Gandhi) আবার সভাপতির পদে বসুন ৷ এই নিয়ে লিখেছেন ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রী ৷

নয়াদিল্লি, 29 অগস্ট : 2019 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) পরাজয়ের দায় স্বীকার করে সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এবার কি তিনি আবার সভাপতির পদে বসবেন ? কংগ্রেসের (Congress) নেতাদের একটা বড় অংশ আবার রাহুলকেই সভাপতির পদে দেখতে চান ৷

আগামী মাসে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন ৷ রবিবারই সেই দিন নির্ধারিত হয়েছে ৷ তার পরই সোমবার যুব কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) সদস্য বিভি শ্রীনিবাস বললেন, ‘‘রাহুলজিকেই আমরা দলের সভাপতি হিসেবে চাই ৷ তিনি দেশের যুব সমাজের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তিনি একমাত্র রাজনীতিক যিনি বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷’’

যদিও দিল্লির রাজনীতির অন্দরমহলের খবর যে রাহুল গান্ধি আর সভাপতি হতে নারাজ ৷ এমনকী তিনি গান্ধি পরিবারের কাউকে এই পদে চান না ৷ যদিও শ্রীনিবাস এই বিষয়টি অস্বীকার করেছেন ৷ তাঁর কথায়, ‘‘এটা একেবারেই ঠিক নয় ৷ ভোটের দিন ঘোষণা হয়েছে ৷ আর আগামী কয়েক সপ্তাহে সব পরিষ্কার হয়ে যাবে ৷’’ রাহুল গান্ধি আবার সভাপতি পদের জন্য মনোনয়ন পেশ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন ৷

একই সঙ্গে কংগ্রেস ছাড়ার পর গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা নিয়েও ওয়েনাড়ের সাংসদের পাশে দাঁড়িয়েছেন শ্রীনিবাস ৷ তাঁর বক্তব্য, ‘‘2017 সালে সভাপতি হওয়ার পর রাহুলজি 2018 সালে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মতো রাজ্যে জিতে দেখিয়েছেন ৷ কংগ্রেসের খারাপ অবস্থার জন্য তাঁরা কি দায়ী নয়, এই প্রশ্নও তো অভিযোগকারীদের বিরুদ্ধে তোলা যেতে পারে ৷ যখন পদে ছিলেন, তখন তাঁরা কিছুই বলেননি ৷ মনে হচ্ছে যে আজাদজি বিজেপির হয়ে কথা বলছেন ৷’’

ওয়ার্কিং কমিটির আরও একজন সদস্য এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও রাহুলকেই কংগ্রেসের সভাপতি পদে দেখতে চান ৷ তাই রাহুলকে এই নিয়ে অনুরোধ করবেন বলেও জানিয়েছেন ৷ রাহুলের সমর্থনে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের সলমন খুরশিদও ৷

আরও পড়ুন : আমার বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, কংগ্রেস থেকে পদত্যাগ নিয়ে বিস্ফোরক আজাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.