ETV Bharat / bharat

একুশে বৈঠকে সিডব্লিউসি; এজেন্ডা লোকসভার রণকৌশল, আসন ভাগাভাগি ও ভারত জোড়োর মতো যাত্রার কর্মসূচি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 1:55 PM IST

Congress Working Committee meeting: কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার মতো একটি যাত্রার কর্মসূচি নিয়ে আলোচনা হবে ৷ এছাড়াও বিধানসভা ভোটে পরাজয়ের কারণ ও আসন্ন লোকসভা ভোটের রণকৌশল নিয়ে কথা হবে বলে আশা করা হচ্ছে ৷

Congress Working Committee meeting
একুশে বৈঠকে সিডব্লিউসি

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে দুর্দান্ত সাফল্যের পর সরকার গড়েছে বিজেপি ৷ উত্তর ভারতের এই তিনটি প্রধান রাজ্য জয়ের পর সেখানে বিজেপির শক্তিকে টক্কর দেওয়ার জন্য বিস্তৃত পরিকল্পনা তৈরি করতে, আগামী 21 ডিসেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠকের ডাক দিল কংগ্রেস ।

তারা বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে পরাজিত হওয়ার পর 2024 সালের লোকসভা নির্বাচনের আগে নয়া কৌশল নিয়ে ভোট প্রচারে নামতে চায় ৷ সিডব্লিউসি-র বৈঠকে তারা সেই পরিকল্পনাই গ্রহণ করতে চায় বলে জানিয়েছে একটি সূত্র ৷ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদর দফতরের সেই বৈঠকে জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং অন্যান্য শীর্ষ নেতারা মূলত লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি এবং প্রচারের কৌশল নিয়ে চিন্তাভাবনা করবেন বলে খবর ।

19 ডিসেম্বর ইন্ডিয়া ব্লকের বৈঠকের দু'দিন পরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে । বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে প্রধান ইস্যু করে রাহুল গান্ধি 2024 সালের নির্বাচনের আগে যে যাত্রা শুরু করতে পারেন বলে খবর, সেই যাত্রার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে । সূত্র জানিয়েছে, হাইব্রিড মোডে একটি পূর্ব-পশ্চিম যাত্রার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে পায়ে হাঁটাও থাকবে ৷ শীঘ্রই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে ।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে বিরোধী জোট ইন্ডিয়ার নেতাদের চতুর্থ বৈঠক 19 ডিসেম্বর বিকেল 3টেয় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে । একটি মূল ইতিবাচক এজেন্ডা তৈরি করা, আসন ভাগাভাগি এবং যৌথ সমাবেশ করার কর্মসূচি গ্রহণ বিরোধী ইন্ডিয়া ব্লকের সামনে প্রধান চ্যালেঞ্জ, এগুলি নিয়েই পরবর্তী বৈঠকে আলোচনা হবে ।

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ইন্ডিয়ার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পালটা হিসেবে ঐক্যের থিম - 'ম্যায় নহি, হাম' (আমি নয়, আমরা) - নিয়ে এগিয়ে যেতে চায় বিরোধী দলগুলি ৷ সিডব্লিউসি-র বৈঠক সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলও বিশ্লেষণ করবে ৷ তেলেঙ্গানায় জয়ী হয়ে সরকার গঠন করলেও মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের হিন্দি কেন্দ্রস্থলে পরাজিত হয়েছে কংগ্রেস ৷ মিজোরামের নির্বাচনেও তারা হেরেছে । এই পরাজয়ের কারণ এবং 2024 সালের নির্বাচনের জন্য এগিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ।

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া জোটের বৈঠক নয়, তিন রাজ্যে পরাজয়ের পর শোকসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী', কটাক্ষ শুভেন্দুর
  2. বাংলার দাবি আদায়ে দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, 20 ডিসেম্বর মোদি-মমতা বৈঠক
  3. 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, থাকতে পারেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.