ETV Bharat / bharat

CRPF Jawan Shoots Himself: ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান

author img

By

Published : Mar 28, 2023, 5:04 PM IST

Dead body Representative image ETV bharat
মৃতদেহ প্রতীকী ছবি

ওড়িশার বারগড়ে জগদলপুর সিআরপিএফ (CRPF Jawan Shoots Himself) ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকেই গুলি করলেন এক জওয়ান ৷ আত্মঘাতী ওই জওয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা (Jawan from Bengal Dies by Suicide)৷

বারগড় (ওড়িশা), 28 মার্চ: ওড়িশার বারগড় জেলার জগদলপুর সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন একজন সিআরপিএফ জওয়ান (CRPF Jawan Shoots Himself)৷ মৃত ব্যক্তির নাম প্রসনজিৎ পাল । জানা গিয়েছে, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা (Jawan from Bengal Dies by Suicide)৷

তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জগদলপুর থানার অন্তর্গত জগদলপুর সিআরপিএফ ক্যাম্পে (Jagdalpur CRPF camp)। প্রসানজিৎ পাল ক্যাম্পাসে কর্তব্যরত ছিলেন ৷ সেই সময়ই তিনি তাঁর সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেন বলে অভিযোগ ।

সোমবার রাত 10টা থেকে পরদিন বেলা 12টা পর্যন্ত ওই ক্যাম্পে কর্তব্যরত ছিলেন সিআরপিএফ জওয়ান প্রসেনজিৎ পাল ৷ সোমবার রাত সাড়ে 11টার দিকে ওই ক্যাম্প থেকে গুলির শব্দ শোনা যায় । গুলির শব্দ শুনেই সহকর্মী জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রসেনজিৎ অচেতন অবস্থায় পড়ে আছেন।

সঙ্গে সঙ্গে রাতেই পদ্মপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসেনজিৎকে ৷ তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নীরিক্ষার পর মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন প্রসনজিৎ পাল ৷ তবে কেন তিনি এই পদক্ষেপ করলেন, আত্মহত্যার পিছনে সঠিক কী কারণ রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ ৷

আরও পড়ুন: সার্ভিস রিভালভারের গুলিতে আত্মঘাতী জওয়ান !

জানা গিয়েছে, সিআরপিএফ অফিসাররা এসে ঘটনার তদন্ত করেন । থাউগান পদ্মাপুর মহকুমা একটি মাওবাদী এলাকা ৷ বহু বছর ধরে এই এলাকায় সিআরপিএফ ক্যাম্পে তল্লাশি অভিযান এবং জওয়ানদের প্রশিক্ষণ চলছে । প্রাণ হারানো জওয়ান এই শিবিরে প্রশিক্ষণ নিচ্ছিলেন । তবে আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয় । তদন্তের পর এর কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে । মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ।

গত বছর ঝাড়সুগুড়ার একটি হোটেল থেকে সন্দেহজনক পরিস্থিতিতে এক জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল । ওই জওয়ানের নাম অজিত বাবু । তিনি ছত্তীশগড়ের বাসিন্দা ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.