ETV Bharat / bharat

Covid-19 infected beneficiary News : কোভিডমুক্তির তিন মাস পর টিকার প্রাপ্য ডোজ, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক

author img

By

Published : Jan 22, 2022, 12:41 PM IST

একবার করোনা আক্রান্ত হলে তাঁকে নির্ধারিত সময়ে কোনও কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে না, একথা জানিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর (Covid-19 infected beneficiary News) ৷

Covid-19 infected beneficiary vaccination
করোনা আক্রান্তদের ভ্যাকসিন

নয়াদিল্লি, 22 জানুয়ারি : করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন প্রাপকের ভ্যাকসিন নেওয়ার সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার ন্যাশনাল হেলথ মিশন-এর অতিরিক্ত সচিব এবং মিশন ডিরেক্টর বিকাশ শীল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে একটি চিঠিতে এই কথা জানান (Covid-19 infected beneficiaries vaccination timing delayed by NHM) ৷

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, "এই বিষয়টিতে নজর রাখুন, কোনও ব্যক্তির সার্স-কোভ 2 কোভিড-19 সংক্রমণ প্রমাণিত হলে তাঁর যাবতীয় কোভিড ভ্যাকসিন, এমনকি প্রিকশন ডোজের সময় পিছিয়ে দিতে হবে ৷ তাঁর সুস্থ হওয়ার 3 মাস পরে তাঁর প্রাপ্য ডোজগুলি তিনি পাবেন ৷" তিনি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে অনুরোধ জানান, সংশ্লিষ্ট আধিকারিকরা যেন এই নির্দেশ মেনে চলেন ৷

আরও পড়ুন : Corona Update In India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, ওমিক্রন দশ হাজার পার

চিঠিতে এনএইচএম-এর আধিকারিক বিকাশ শীল জানান, এই সিদ্ধান্ত ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশন অনুমোদিত এবং বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে নেওয়া হয়েছে ৷

দেশে 15-18 বছর বয়সিদের কোভিড-19 টিকাকরণ শুরু হয়েছে এবছরের 3 জানুয়ারি ৷ পাশাপাশি স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন কর্মীদের জন্য 'প্রিকশন ডোজ' বা সতর্কতামূলক ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে 10 জানুয়ারি ৷ এর সঙ্গে কো-মর্বিডিটি আছে, এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদেরও এই 'প্রিকশন ডোজ' দেওয়া হচ্ছে ৷

কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দিন থেকে 39 সপ্তাহ, অর্থাৎ ন'মাস পরে অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে এই সতর্কতামূলক ডোজ দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.