ETV Bharat / bharat

Pilot on Karnataka Poll Results: বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় জয় কংগ্রেসের, দাবি সচিন পাইলটের

author img

By

Published : May 13, 2023, 1:10 PM IST

Pilot on Karnataka Poll Results
Pilot on Karnataka Poll Results

কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হল শনিবার ৷ সেখানে সরকার গড়ার পথে কংগ্রেস ৷ রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের দাবি, বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় জয় হয়েছে কংগ্রেসের ৷

আজমেঢ় (রাজস্থান), 13 মে: কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল কংগ্রেস ৷ সেই প্রচার মানুষ গ্রহণ করেছে বলে মনে করেন সচিন পাইলট ৷ শুক্রবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর এমনই মন্তব্য করেছেন তিনি ৷

সচিন এখন কংগ্রেসে বিক্ষুব্ধ নেতা হিসেবে পরিচিত ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলতের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, গেহলত বিজেপি আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না ৷ প্রতিবাদে একদিনের প্রতীকী ধরনা করেছিলেন পাইলট ৷ বৃহস্পতিবার থেকে শুরু করেছেন জন সংঘর্ষ যাত্রা ৷ এ দিন তিনি ছিলেন আজমেঢ়ের জিসানি এলাকায় ৷ সেখানেই পদযাত্রার মাঝে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

পাইলট বলেন, ‘‘কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা আছে ৷ আমরা বড় জয় পাচ্ছি ৷ 40 শতাংশ কমিশনের সরকার বলে যে স্লোগান আমাদের তরফে দেওয়া হয়েছিল, তা মানুষ তা গ্রহণ করেছে ৷ বিজেপিকে হারাতে এটাই সবচেয়ে বড় ইস্যু ছিল, যা আমাদের তরফে তোলা হয়েছিল ৷ মানুষ তা গ্রহণ করেছে ৷ আর কংগ্রেসকেই সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে ৷’’

প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভা নির্বাচনে দুর্নীতির অভিযোগে কংগ্রেস সবচেয়ে বেশি সরব হয়েছিল ৷ যে কোনও কাজে বিজেপির সরকারকে 40 শতাংশ কমিশন দিতে হয় বলে অভিযোগ করা হয় ৷ আর সেই প্রচার যে কাজে দিয়েছে, তা বলাই বাহুল্য ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্যে সব আসনের ফল প্রকাশ না হলেও কংগ্রেস যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, তা স্পষ্ট৷ আর তা দেখেই জয়ের কারণ ব্যাখ্যা করেছেন সচিন পাইলট ৷

যদিও রাজনৈতিক মহল বলছে, এই ব্যাখ্যার মাধ্য়মে আসলে তিনি বার্তা দিয়েছেন নিজের দল কংগ্রেসকেও ৷ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে সরব হলে সাফল্য যে আসবে, তা বুঝিয়ে দিয়েছেন ৷ চলতি বছরের শেষে রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ তিনি এখন থেকেই বসুন্ধরা রাজের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ গেহলতের উচিত এই নিয়ে পদক্ষেপ করে জনমাসনে প্রভাব তৈরি করা ৷

আরও পড়ুন: রাহুল অজেয়, অপ্রতিরোধ্য ! এই বার্তা দিতে কংগ্রেসের হাতিয়ার সিয়ার গান আনস্টপেবল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.