ETV Bharat / bharat

বিয়েতে লাখ টাকা, মহিলাদের 10 গ্রাম সোনার প্রতিশ্রুতি ; তেলেঙ্গানার ভোটে কংগ্রেস যেন কল্পতরু

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 11:42 AM IST

Updated : Nov 17, 2023, 12:06 PM IST

ETV Bharat
তেলেঙ্গানায় কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় 30 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ বিআরএস শাসিত দক্ষিণের এই রাজ্যটিতে ক্ষমতায় এলে কী কী করবে কংগ্রেস ? ইস্তেহারে তার আভাষ দিল শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি। সোনা থেকে শুরু করে বিনামূল্য নেট সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইস্তেহারে ৷

হায়দরাবাদ, 17 নভেম্বর: মহিলাদের সোনা থেকে শুরু করে বিয়েতে লক্ষ টাকার আর্থিক সাহায্য, চাষিদের জন্য বিনামূল্য বিদ্যুৎ- কী নেই কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতে ! আগামী 30 নভেম্বর দক্ষিণের তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএস শাসিত তেলেঙ্গানায় এবার ভোটযুদ্ধে নামছে - কংগ্রেস, বিজেপি, এআইএমইএমও ৷ কংগ্রেসের ইস্তেহারের একটি কপি ইটিভি ভারতের হাতে এসেছে ৷ তা থেকেই জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে জিতলে কংগ্রেস রাজ্যবাসীর কোন কোন স্বপ্ন পূরণ করবে ৷

তরুণীদের বিয়েতে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া 'ইন্দিরাআম্মা' উপহার প্রকল্পে 10 গ্রাম সোনা, কৃষকদের 24 ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেলেঙ্গানা কংগ্রেস ৷ এমনকী ভোটে জেতার 6 মাসের মধ্যে শিক্ষকের খালি পদগুলিতে নিয়োগের কথাও জানিয়েছে দেশের প্রাচীন দলটি ৷

  • Congress party is determined to provide social justice, economic empowerment and unbridled progress to the people of Telangana.

    We created Telangana and we will not let the struggle and sacrifice of the movement go in vain due to the Commission Raj & loot of BRS.

    Our 6… pic.twitter.com/KXozm4ChE5

    — Mallikarjun Kharge (@kharge) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু এতেই শেষ নয়, তেলেঙ্গানায় প্রতিটি শহিদ পরিবারকে প্রতি মাসে 25 হাজার টাকা দেওয়ার গ্যারান্টি দিয়েছে কংগ্রেস ৷ এর সঙ্গে পরিবারের সদস্যকে সরকারি চাকরিও দেওয়া দেবে কংগ্রেস গঠিত তেলেঙ্গানা সরকার ৷ কৃষকদের 2 লক্ষ টাকা ঋণ মকুব এবং বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া ঋণ দেওয়া হবে ৷ শিক্ষাকেও গুরুত্ব দিয়েছে কংগ্রেস ৷ বাজেটের 15 শতাংশ শিক্ষার জন্য খরচ করবে কংগ্রেস ৷ পাশাপাশি পড়ুয়াদের বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে ৷

কংগ্রেসের ইস্তেহারের বিশেষ কিছু অংশ-

  • কৃষিক্ষেত্রে 24 ঘণ্টা বিনামূল্য বিদ্যুৎ ৷
  • ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে শিক্ষকদের শূন্যপদ পূরণ ৷
  • ক্যাম্প অফিসে প্রতিদিন মুখ্যমন্ত্রী প্রজা দরবার করবেন এবং আমজনতার সমস্যার কথা শুনবেন ৷
  • পড়ুয়াদের ইন্টারনেট সংযোগ ৷ এর জন্য কোনও অর্থ লাগবে না ৷
  • মহিলাদের জন্য মহালক্ষ্মী প্রকল্পে প্রতি মাসে 2 হাজার 500 টাকা করে দেওয়া হবে ৷
  • এই প্রকল্পের আওতায় 500 টাকা মূল্যে গ্যাসের সিলিন্ডারও পাওয়া যাবে ৷
  • মহিলারা রাজ্য সরকারের বাসগুলিতে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন ৷
  • গৃহজ্যোতিতে প্রতিটি পরিবার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে কংগ্রেস ৷
  • যুব বিকশম প্রকল্পে 5 লক্ষ টাকার বিদ্যা ভরসা কার্ড দেওয়া হবে পড়ুয়াদের ৷

আরও পড়ুন:

  1. রাত পোহালেই ভাগ্য নির্ধারণ শিবরাজ-বাঘেলের, প্রস্তুত কমিশনও
  2. ভোটের বাকি মাত্র কয়েক ঘণ্টা! তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার
  3. মুখ্যমন্ত্রী শিবরাজের নির্বাচনী প্রচার বন্ধ করার নির্দেশ কমিশনের
Last Updated :Nov 17, 2023, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.