ETV Bharat / bharat

Congress attacks Centre: লাল চোখ না-দেখিয়ে লাল কার্পেট পাতা হচ্ছে চিনের জন্য, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

author img

By

Published : Mar 3, 2023, 10:51 PM IST

চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মাঝেই দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে চিনা বিদেশমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস (India-China border issue) ৷

ETV Bharat
কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, 3 মার্চ: জি-20 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে চিনা বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে দেখা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সীমান্ত ইস্যুতে যখন দুই দেশের বিবাদ চরমে রয়েছে, তখন এই বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ তাদের কটাক্ষ, লাল চোখ না-দেখিয়ে কেন্দ্র চিনের জন্য লাল কার্পেট পাতছে (Congress attacks Modi Government) ৷

শুক্রবার কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানান, জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছেন এবং সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেছেন ৷ তাঁর কথায়,"ভারতের মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারের বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সীমান্ত ইস্যুতে কথা বলছেন ৷ কিন্তু এই সরকার বিষয়টি নিয়ে সংসদে কথা বলতে রাজি নয় ৷"

কংগ্রেস মুখপাত্রের অভিযোগ, ভারত ও চিনা সেনার মধ্যে গালওয়ানের সংঘর্ষের প্রায় তিন বছর পরেও এই ইস্যুতে কোনও সমাধান মেলেনি ৷ উলটে ভারত 65টি পেট্রলিং পয়েন্টের মধ্যে 26টি পয়েন্টে নজরদারির অধিকার হারিয়েছে ৷ 2020 সালের মে মাসের আগে এই পরিস্থিতি ছিল না ৷ নরেন্দ্র মোদি সরকার এই বিষয়ে নীরব রয়েছে ৷

পবন খেরা এদিন আরও জানান, উত্তর-পূর্বের ডোকালাম সীমান্তে চিন যে পরিকাঠামো তৈরি করছে তা শিলিগুড়ি করিডরে ভারতের স্ট্র্যাটেজিক অবস্থানের ক্ষেত্রে বিপজ্জনক ৷ তাঁর কটাক্ষ, "উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল দেখে আনন্দে নাচছে বিজেপি অথচ চিনের হাতে দেশের এই অংশ তুলে দিতে তাদের আপত্তি নেই ৷" দুই দেশের বিদেশমন্ত্রীর বৃহস্পতিবারের বৈঠকও নিস্ফলা হয়েছে কি না, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব চেয়েছে কংগ্রেস (India-China border standoff)৷

আরও পড়ুন: ফের হাসপাতালে সোনিয়া, অবস্থা স্থিতিশীল

সীমান্ত সমস্যা নিয়ে 2 দেশের সেনার মধ্যে 17 বার কথা হয়েছে, আরও একটি বৈঠক হওয়ার কথা ৷ তার আগে কংগ্রেসের দাবি, চিনের কাছে মাথা নত না-করে দৃঢ়তার সঙ্গে ভারতের দাবি ও অখণ্ডতার কথা তুলে ধরা হোক ৷ দেশের জওয়ান ও তাঁদের পরিবারের সদ্যদের বলিদান ও আত্মত্যাগ যাতে বিফলে না যায় তা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.