ETV Bharat / bharat

Sonia Gandhi admitted to Hospital: ফের হাসপাতালে সোনিয়া, অবস্থা স্থিতিশীল

author img

By

Published : Mar 3, 2023, 3:29 PM IST

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভরতি হতে হল সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi admitted to Hospital) ৷ দিল্লির স্য়র গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

Sonia Gandhi admitted to Sir Ganga Ram Hospital due to Fever
ফাইল ছবি

নয়াদিল্লি, 3 মার্চ: আবারও অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ যার জেরে তাঁকে হাসপাতালেও ভরতি করতে হয় (Sonia Gandhi admitted to Hospital) ৷ শুক্রবার সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়াকে দিল্লির স্য়ার গঙ্গারাম হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সূত্রের খবর, হঠাৎ জ্বর আসায় সোনিয়াকে নিয়ে কোনও ঝুঁকি নেননি চিকিৎসকরা ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, সোনিয়া স্থিতিশীল রয়েছেন ৷

সোনিয়ার স্বাস্থ্যের খবর জানাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে একটি ব্যুলেটিনও প্রকাশ করা হয় ৷ তাতেই জানানো হয়েছে, স্থিতিশীল রয়েছেন প্রবীণ কংগ্রেস নেত্রী ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয় বৃহস্পতিবার ৷ সোনিয়ার অসুস্থতা নিয়ে কথা বলেছেন হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্য়ান ডি এস রানা ৷ তিনি জানিয়েছেন, জ্বর আসায় সোনিয়াকে হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন চিকিৎসকরা ৷ সেই মতোই পদক্ষেপ করা হয় ৷ তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক অরূপ বসু ৷ রানা আরও বলেন, "কী কারণে সোনিয়া গান্ধির জ্বর এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে ৷ তবে, আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন ৷"

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই অসুস্থ রয়েছেন সোনিয়া ৷ চিকিৎসার কারণে একাধিকবার বিদেশেও যেতে হয়েছে তাঁকে ৷ এমনকী, অসুস্থতার কারণে জনসমক্ষে আসাও কমিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ৷ বহুবার তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছে ৷ একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি ৷ সূত্রের দাবি, চিকিৎসকদের পরামর্শ মেনে নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্যপরীক্ষা করাতে হয় সোনিয়াকে ৷ ফলে জ্বর আসায় তাঁকে নিয়ে চিন্তিত পরিবার ও দলের সদস্যরা ৷

আরও পড়ুন: বিশেষ অধিবেশনে অবসরের ইঙ্গিত সোনিয়ার, তুঙ্গে জল্পনা

সম্প্রতি রায়পুরে কংগ্রেসের মহাধিবেশন অনুষ্ঠিত হয় ৷ সূত্রের দাবি, সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রাজনীতি থেকে সন্ন্য়াস নেওয়ার ইঙ্গিত দেন সোনিয়া ! বাস্তবে যদি তেমনটা ঘটে, তাহলে তা হবে কংগ্রেসের জন্য এক নতুন অধ্যায় ৷ সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, সোনিয়া যদি এই ধরনের কোনও পদক্ষেপ করেন, তাহলে শারীরিক কারণেই তিনি তা করতে বাধ্য হবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.