ETV Bharat / state

গাছের ডাল ভেঙে বৃদ্ধার মৃত্যু মৌসুনি দ্বীপে, রেমালের তাণ্ডব কাড়ল আরও এক প্রাণ - Cyclone Remal

author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 12:07 PM IST

Updated : May 27, 2024, 12:53 PM IST

Death over Cyclone Remal: রাজ্যে ফের প্রাণ কাড়ল রেমাল ৷ মৌসুনি দ্বীপে বাড়ির উপর গাছের ডাল পড়ে মৃত্যু হল রেণুকা মণ্ডল নামে এক বৃদ্ধার ৷ সোমবার সকালে বাড়িতে বসে খাওয়া-দাওয়া করছিলেন তিনি ৷

Cyclone Remal
গাছের ডাল ভেঙে বৃদ্ধার মৃত্যু (নিজস্ব ছবি)

মৌসুনি দ্বীপ, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজ্যে আরও একজনের মৃত্যু ৷ বাড়িতেই গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল বছর আশির এক বৃদ্ধার । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা এলাকায় । মৃত বৃদ্ধার নাম রেণুকা মণ্ডল ৷

গাছের ডাল ভেঙে বৃদ্ধার মৃত্যু মৌসুনি দ্বীপে (ইটিভি ভারত)

প্রবল বেগে ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত থেকে সাগরদ্বীপ-সহ দক্ষিণ 24 পরগনার একাধিক উপকূলবর্তী এলাকায় তাণ্ডবলীলা চালায় । এর প্রভাবে সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে ও সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়া । ঝোড়ো হাওয়ার দাপটে সুন্দরবন উপকূলবর্তী বিভিন্ন এলাকায় একের পর এক গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ।

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির রান্নাঘরে বসে খাবার খাচ্ছিলেন বছর আশির রেণুকা মণ্ডল । সেই সময় বাড়ির পাশে থাকা একটি গাছের মোটা ডাল ভেঙে তাঁর বাড়ির ছাদের অ্যাডভেস্টারের উপর এসে পড়ে ৷ এরপর অ্যাডভেস্টার-সহ গাছের ওই প্রকাণ্ড ডালটি রেণুকার বুকের উপর পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । এই ঘটনা প্রসঙ্গে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেছেন, "ঝোড়ো হাওয়ায় গাছের জাল ভেঙে একজনের বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ বেশকিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তাঁদের ত্রিপল বিলি করা হচ্ছে ৷ যাতে তাঁরা সাময়িকভাবে থাকতে পারেন ৷ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য ও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন ৷"

অন্যদিকে বকখালিতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আহত হন এক ব্যক্তি । ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দরিক নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷ রেমালের তাণ্ডবের জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা । সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় যে সব জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল সেখানেও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে গিয়েছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজও শুরু হয়েছে ৷ বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের কারণে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সব ফেরি পরিষেবা এ দিনও সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে । বন্ধ রাখা হয়েছে কাকদ্বীপ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ভেসেল পরিষেবাও ।

আরও পড়ুন: সাগর-সহ জেলাজুড়ে রেমালের তাণ্ডব, ভাঙল গাছ-দোকান; দুর্ভোগে সাধারণ মানুষ

Last Updated : May 27, 2024, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.