ETV Bharat / bharat

CJI at Constitution Day Celebration : সংবিধান দিবসে বিচারব্যবস্থাকে রক্ষার আবেদন প্রধান বিচারপতির

author img

By

Published : Nov 26, 2021, 9:21 PM IST

শুক্রবার একইসঙ্গে ছিল সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস ৷ এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বার অ্যাসোসিয়েশন (Supreme Court Bar Association) ৷ সেখানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI N V Ramana at Constitution Day celebration) ৷ তিনি বলেন, বিচার বিভাগীর প্রতিষ্ঠানকে ‘‘উসকানিমূলক এবং পরিকল্পিত হামলা’’র হাত থেকে বাঁচাতে আইনজীবীদের বিচারপতিদের পাশে থাকতে হবে ৷

cji n v ramana tells lawyers to assist judges to protect judiciary from motivated and targeted attacks
CJI at Constitution Day Celebration : সংবিধান দিবসে বিচারব্যবস্থাকে রক্ষার আবেদন প্রধান বিচারপতির

নয়াদিল্লি, 26 নভেম্বর : বিচারব্যবস্থার স্বার্থেই আইনজীবীদের বিচারপতিদের পাশে থাকতে হবে ৷ বিচারব্যবস্থাকে ‘‘উসকানিমূলক এবং পরিকল্পিত হামলা’’র হাত থেকে বাঁচাতে হবে ৷ শুক্রবার সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইনজীবীদের প্রতি এই বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI N V Ramana at Constitution Day celebration) ৷ এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশন (Supreme Court Bar Association) ৷

আরও পড়ুন : Indian Judiciary : বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি, মন্তব্য দেশের প্রধান বিচারপতির

এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনাদের অবশ্যই বিচারপতিদের এবং এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে ৷ আদতে আমরা সকলে একই পরিবারের সদস্য ৷ উসকানিমূলক এবং পরিকল্পিত হামলার হাত থেকে এই প্রতিষ্ঠানকে বাঁচান ৷ ঠিককে ঠিক, আর ভুলকে ভুল বলতে লজ্জা পাবেন না ৷’’

সংবিধান দিবস উপলক্ষে দু’দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বার অ্যাসোসিয়েশন ৷ যা শুক্রবারের পর শনিবারও চলবে ৷ এই দিনটি জাতীয় আইন দিবস (National Law Day) হিসাবেও পালিত হয় ৷ 1949 সালের এই দিনটিতেই ভারতীয় গণ পরিষদ (Constituent Assembly of India) ভারতের সংবিধানকে গ্রহণ করেছিল ৷ যা পরবর্তীতে 1950 সালের 26 জানুয়ারি কার্যকর করা হয় ৷

আরও পড়ুন : CJI N V Ramana : বিচারব্যবস্থায় 50 শতাংশ সংরক্ষণের দাবি জানানো উচিত মহিলাদের, বললেন প্রধান বিচারপতি

এদিন তাঁর ভাষণে প্রধান বিচারপতি জানান, যেদিন সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, তারপর থেকে এখনও পর্যন্ত, এই দীর্ঘ সময়ের মধ্যে সংবিধানের জটিলতা ও উৎকর্ষ অনেক বেড়েছে ৷ আদালতের ভিতরে এবং বাইরে যে কথোপকথন চলে, তার জন্যই এই পরিবর্তন এসেছে ৷ তাই ‘‘বিতর্ক এবং আলোচনা’’ অত্যন্ত জরুরি ৷ সংবিধানের এই বিবর্তন নিয়ে প্রধান বিচারপতির বক্তব্য হল, ‘‘ভারতীয় সংবিধান বিতর্কের কাঠামো তৈরি করে ৷ আর এটাই এর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ৷ এই ধরনের বিতর্ক এবং আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত দেশ উন্নতি করে, মানুষের কল্যাণ হয় ৷ আর এই প্রক্রিয়ায় বাকি সকলের তুলনায় প্রত্যক্ষভাবে এবং প্রকটভাবে যাঁরা জড়িয়ে থাকেন, তাঁরা অবশ্যই দেশের আইনজীবী এবং বিচারপতি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.