Navy Chief on China: 'ভারতের স্থল ও জল সীমান্ত নিরাপত্তায় চিন সবচেয়ে বড় বিপদ', মত নৌসেনা প্রধানের

author img

By

Published : Sep 21, 2022, 8:42 AM IST

Updated : Sep 21, 2022, 8:58 AM IST

China Remains a Formidable Challenge at Border Says Navy Chief Admiral R Hari Kumar

দিনে দিনে চিন ভারতের স্থল ও জলভাগে সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিচ্ছে (China Remains a Formidable Challenge at Border)৷ এমনটাই জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy Chief Admiral R Hari Kumar) ৷ তাঁর কথায়, এর ফলে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতকে সমস্যায় পড়তে হচ্ছে ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কেবলমাত্র স্থলভাগে নয়, ভারতীয় জলসীমান্তেও চিন ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ (China Remains a Formidable Challenge at Border) ৷ এমনটাই জানালেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy Chief Admiral R Hari Kumar) ৷ মঙ্গলবার অ্যাডমিরাল আর হরি কুমার তাঁর বক্তব্যে জানিয়েছেন, চিন এখনও ভারতের স্থল ও জল সীমান্তে সবচেয়ে বড় বিপদ ৷ এর জন্য বাড়তে থাকা সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিচ্ছে (Navy Chief on China) ৷

নৌসেনা (Indian Navy) প্রধান আরও বলেন, ‘‘ভারতীয় স্থলভাগের পাশাপাশি, ভারত মহাসাগরের জলসীমানায় চিন তার আধিপত্য বিস্তার করতে চাইছে ৷ আর দিন দিন তা ক্রমশ জোরালো হচ্ছে ৷ যা ভারতের সীমান্ত সুরক্ষায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷’’ তিনি এও জানান, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না ৷

তাঁর কথায়, ‘‘প্রায় নিয়মিতভাবে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছে ৷ মাঝে মধ্যেই একে অপরের ধৈর্যের সীমা পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু, সশস্ত্র পদক্ষেপ ছাড়া, কখনই সম্ভাব্য প্রতিপক্ষকে যুদ্ধক্ষেত্রে পরাস্ত করা যায় না ৷’’ তবে, শুধু চিন নয় ৷ পাকিস্তানও তাঁর সেনাবাহিনী ও সামরিক শক্তিকে ক্রমশ বৃদ্ধি করে চলেছে ৷ তা সে যতই পাকিস্তানের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকুক না কেন ৷

আরও পড়ুন: অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির

নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘‘পশ্চিমে পাকিস্তান তাদের আর্থিক মন্দাকে উপেক্ষা করে, প্রতিনিয়ত সামরিক শক্তিকে আরও উন্নত করে চলেছে ৷ বিশেষ করে তাদের নৌসেনাকে আরও শক্তিশালী করছে ৷ যা 50-প্ল্যাটফর্ম বাহিনী হওয়ার পথে অগ্রসর হচ্ছে ৷’’ আর তার মধ্যেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান অ্যাডমিরাল আর হরি কুমার ৷ সেটি দিনে দিনে আরও বড় হচ্ছে ৷ শুধু তাই নয়, এমন অদৃশ্য শত্রুর থেকে সবসময় এক পা এগিয়ে থাকার কথাও বলেন তিনি ৷ কারণ, সন্ত্রাসবাদীরাও আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বলে জানান তিনি ৷

Last Updated :Sep 21, 2022, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.