ETV Bharat / bharat

শিশু মৃত্যুর 9 দিন পর প্রকাশ্যে কারণ, আবাসনের মধ্যে গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয় খুদে!

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 7:04 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Child Dies Due to Run-over in Front of Apartment: আবাসনের সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু হল 3 বছরের এক শিশুর ৷ বেঙ্গালুরুর বেলান্দুরের ঘটনায় 9 দিন পর পুলিশি তদন্তে সত্যি সামনে এসেছে ৷ শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

বেঙ্গালুরু, 17 ডিসেম্বর: আবাসনের পার্কিং থেকে বেরিয়ে আসার সময় গেটের ভিতরেই এক শিশুকে পিষে দিল একটি গাড়ি ৷ এমনই হাড়হিম দৃশ্য সম্প্রতি সামনে এসেছে বেঙ্গালুরুর বেলান্দুরের সমৃদ্ধি আবাসনে ৷ তবে, ঘটনাটি ঘটেছে গত 9 ডিসেম্বর ৷ প্রায় 9 দিন পর আসল সত্য সকলের সামনে এসেছে পুলিশি তদন্তের কারণে ৷ পুলিশ শিশুর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে গাড়ি দুর্ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, গত 9 ডিসেম্বর ওই আবাসনের গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, 3 বছরের এক শিশুকে ৷ নেপালের নাগরিক জগ জুথার এবং অনিতার সন্তান ছিল শিশুটি ৷ কিন্তু, কীভাবে শিশুটি আহত হয়েছে, তা কেউ বুঝে উঠতে পারেনি ৷ এমনকি যে গাড়িতে শিশুটি চাপা পড়েছিল, তার চালকও নাকি বুঝতে পারেননি ৷ সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথমে তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার বাবা-মা ৷ সেখানে এক্স-রে করে চিকিৎসক জানান, কাঁধের হাড় গুরুতরভাবে ভেঙে গিয়েছে ৷

তাই পরবর্তী চিকিৎসার জন্য শিশুটিকে সঞ্জয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানেও শিশুর চিকিৎসা সম্ভব নয় বলে, নিমহংস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ কিন্তু, সেখানে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে আসার পথেই শিশুটি মারা গিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্যুর কারণে, হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ দেহের ময়নাতদন্ত করালে, জানা যায় শরীরের ভিতরে ক্ষত থেকে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে ৷

তাই সন্দেহ হওয়ায় মৃত শিশুর বাবা-মা পুলিশে লিখিত অভিযোগ জানায় গত 10 ডিসেম্বর ৷ পুলিশ তদন্তে নেমে আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং আবাসনের আশপাশ থেকেও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় ৷ সেই ফুটেজ থেকেই সত্যিটা সামনে আসে ৷ জানা গিয়েছে, উঁচু বনেটের একটি সাদা রংয়ে এসইউভি গাড়ি পার্কিং থেকে টার্ন নিয়ে গেটের বাইরে বেরিয়ে যায় ৷ সেই সময় গেটের ভিতরে পার্কিংয়ের সামনেই শিশুটি ছিল ৷ উঁচু বনেটের কারণে শিশুটিকে দেখতে পাননি চালক ৷ আর তাকে পিষে দিয়ে চলে যায় ৷ এই ঘটনায় অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে বেলান্দুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার ৷

আরও পড়ুন:

  1. বিহারে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য-সহ 5 জনের মৃত্যু
  2. বৃদ্ধাকে ধাক্কা মেরে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেল গাড়ি
  3. সিমলায় পথ দুর্ঘটনা, নদীতে পড়ল গাড়ি; মৃত 3 যুবক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.