ETV Bharat / bharat

Shimla Road Accident: সিমলায় পথ দুর্ঘটনা, নদীতে পড়ল গাড়ি; মৃত 3 যুবক

author img

By

Published : May 23, 2023, 2:33 PM IST

Updated : May 25, 2023, 3:36 PM IST

সিমলা জেলার রোহরুতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পব্বর নদীতে পড়ে যায় একটি গাড়ি । এই দুর্ঘটনার সময় গাড়িতে থাকা 3 যুবকের মৃত্যু হয়েছে । গুরুতর আহত হয়েছেন 2 যুবক । তদন্ত শুরু করছে সিমলা পুলিশ ।

Etv Bharat
সিমলায় পথ দুর্ঘটনা

সিমলা, 23 মে: নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃ্ত্যু হয়েছে গাড়িতে থাকা 3 যুবকের ৷ গুরুতর আহত হয়েছেন 2 জন ৷ সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ সিমলার রোহরুর এলাকায় পব্বর নদীতে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে চিকিৎসার জন্য ৷

জানা গিয়েছে, রামপুর থেকে একটি মারুতি অলটো গাড়িতে করে চিরগাঁও থানার জংলা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন 5 যুবক । রাত হয়ে যাওয়ায় রাস্তা একটু ফাঁকা ছিল ৷ স্বভাবতই রাস্তার দৃশ্যমানতা কম ছিল । তার উপর গাড়ির গতিও তুলনামূলকভাবে বেশি ছিল ৷ এদিন গাড়িটি রোহরুর সীমান্তের কাছে পৌঁছতেই হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । গাড়িটি পব্বর নদীতে পড়ে যায় । ঘটনাস্থলেই 3 যুবকের প্রাণ হারান ৷ পুলিশ মৃতদের পরিচয় জানতে পেরেছে ৷ আহতরা রামপুর জেলা সিমলা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন । এসপি সঞ্জীব গান্ধি বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন: অন্ধ্রে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 7

প্রসঙ্গত, মঙ্গলবারই মহারাষ্ট্রের দু‘টি পৃথক পথ দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন ৷ জানা গিয়েছে অমরাবতী এলাকায় দরিয়াপুরে একটি টাটা সুমোর সঙ্গে ট্রাকে সংঘর্ষ হয় ৷ তাতেই একই পরিবারের 5 জন নিহত ও 7 জন গুরুতর আহত হয়েছেন ৷ গাড়িতে মোট 17 জন সওয়ারি ছিলেন ৷ পাশাপাশি বুলদানা জেলা সংলগ্ন পলাসখেদ চাক্কাতেও একটি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সঙ্গে একটি কন্টেইনারের ধাক্কা লাগে ৷ কন্টেনারটি উলটে যায় ৷ নিহত হন 7 জন, আহত 10 জন ৷ নিহতদের মধ্যে আছেন বাসের 4 জন যাত্রী ৷ বাস চালকের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated :May 25, 2023, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.