ETV Bharat / bharat

প্যানডেমিক মোকাবিলায় প্রস্তুত সেনা, আশ্বস্ত করলেন সিডিএস বিপিন রাওয়াত

author img

By

Published : May 24, 2021, 10:44 AM IST

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত

দেশের গ্রামগুলিতে সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে ৷ এর পাশাপাশি তৈরি দেশের সামরিক বাহিনী ৷ করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনওরকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত সেনা, আশ্বস্ত করলেন সিডিএস বিপিন রাওয়াত ৷

বালিয়া (উত্তর প্রদেশ), 24 মে : দেশের সংকটজনক করোনা পরিস্থিতি সামলাতে তৈরি সামরিক বাহিনী ৷ জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনেরাল বিপিন রাওয়াত ৷

উত্তর প্রদেশের বালিয়া জেলায় একটি সামাজিক সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে অংশগ্রহণ করেন তিনি ৷ রবিবার সেই অনুষ্ঠানেই সাধারণ মানুষকে এই বার্তা দেন রাওয়াত ৷

আরও পড়ুন : আমেরিকা, ব্রাজ়িলের পরই ভারত; তিন লাখ ছুঁতে চলেছে করোনায় মৃতের সংখ্যা

এখনো পর্যন্ত 3 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় ৷ দৈনিক সংক্রমণও দু লাখের বেশি ৷ এই পরিস্থিতিতে দেশের গ্রামাঞ্চলে কোভিড-19 সংক্রমণ আটকাতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আর প্যানডেমিকের লড়াইয়ের জন্য সবসময় তৈরি থাকতে হবে ৷ প্যানডেমিক মোকাবিলায় জনগণের ভূমিকা উল্লেখ করার পাশাপাশি তিনি বলেন, "দেশের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সেনা তৈরি ৷"

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী রবিবার দেশে নতুন সংক্রমণ ছিল প্রায় আড়াই লক্ষ, মারা গিয়েছেন 3741 জন ৷ এই নিয়ে গত সাত দিন ধরে সংক্রমণের সংখ্যা তিন লক্ষের নীচে ৷

গত সপ্তাহে, একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ডিএম আর অন্যান্য আধিকারিকদের গ্রামগুলিতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের এই বিষয়ে সচেতন করতে নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.