ETV Bharat / bharat

সিবিআই প্রধান কে ? কেন্দ্রের পছন্দ বাদ যেতে পারে, আইনের উল্লেখ প্রধান বিচারপতির

author img

By

Published : May 25, 2021, 11:53 AM IST

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের পদে দৌড়ে রয়েছেন সুবোধকুমার জয়সওয়াল, ওয়াই কেসি কুমোদি এবং আরকে চন্দ্র । তিনটি নামই কেন্দ্রের প্রস্তাবিত ৷

chief-justice-nv-ramana-emphasized-rule-that-eliminate-government-choices-for-cbi-director
chief-justice-nv-ramana-emphasized-rule-that-eliminate-government-choices-for-cbi-director

কলকাতা, 25 মে : সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তাঁর বাসভবনে সিবিআই প্রধান নিয়োগ নিয়ে গঠিত প্যানেলের বৈঠকে হয় । সূত্রের খবর, ওই বৈঠকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি আইনের পক্ষে সওয়াল করেন, যার মাধ্যমে কেন্দ্রের দেওয়া চূড়ান্ত নামের তালিকা থেকে কম পক্ষে দু'জনের নাম বাদ দেওয়া যেতে পারে ৷

সোমবারের বৈঠকে সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসাবে 3 জনের নাম উঠে এসেছে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের পদে দৌড়ে রয়েছেন সুবোধকুমার জয়সওয়াল, ওয়াই কেসি কুমোদি এবং আরকে চন্দ্র । তিনটি নামই কেন্দ্রের প্রস্তাবিত ৷ যে তিন নামে সম্মতি জানিয়েছেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ জানা গিয়েছে, হাই প্রোফাইল বৈঠকে প্রধান বিচারপতি '6 মাসের একটি আইন'-এর উল্লেখ করেন ৷

প্রধান বিচারপতি রামানা সুপ্রিম কোর্টের একটি পুরোনো নির্দেশের উল্লেখ করেন, যেখানে বলা হয়েছিল, যে আধিকারিকের পুরোনো পদে অবসরের আর 6 মাস মাত্র বাকি তিনি নতুন করে পুলিশ প্রধান হতে পারবেন না ৷ প্রধান বিচারপতি পরামর্শ দেন, সিবিআই প্রধান নির্বাচনের ক্ষেত্রে এই নির্দেশিকাকে মাথায় রাখা হোক ৷

এদিকে গতকাল নিয়োগ নিয়ে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছিলেন লোকসভায় কংগ্রেস পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী । যদিও নিয়ম অমান্য করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.