ETV Bharat / bharat

Chhattisgarh Elections 2023: বড় রাজনৈতিক নেতা নন, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রার্থী করেন দেহ সৎকার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:11 PM IST

Chhattisgarh Elections 2023
ছত্তিশগড় বিধানসভা নির্বাচন

Election Battle Of Vaishali Nagar: মানুষের কাজেই তাঁর পরিচয় ৷ এই প্রবাদ বাক্যকে সত্যি করে ছত্তিশগড়ের বৈশালী নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হলেন শঙ্করলাল সাহু ৷ যিনি মৃতদেহ সৎকার করেন ৷ তবে তাঁর কোনও রাজনৈতিক পরিচয় নেই । কিন্তু এই প্রার্থীর কাজ এমন যে বিধানসভা এলাকার মানুষ তাঁকে এক নামে চেনে । আসুন জেনে নিই এই প্রার্থী সম্পর্ক্যে আরও কিছু তথ্য ।

ভিলাই(ছত্তিশগড়), 31 অক্টোবর: ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে । এবারে 70টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা । ভোটের দ্বিতীয় পর্বে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল থেকে উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেবের মতো প্রবীণ নেতাদের ভাগ্য নির্ধারণ হবে ৷ তবে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে এবারে তাবড় তাবড় নেতাদের পাশাপাশি প্রার্থী হতে দেখা যাচ্ছে সমাজের অনগ্রসর শ্রেণির মানুষদের ৷ এমনই একজন প্রার্থী হলেন শঙ্করলাল সাহু । যাঁর কাজই তাঁর পরিচয় । তিনি প্রার্থী হয়েছেন বৈশালী নগর বিধানসভা কেন্দ্র থেকে ৷

কে এই শঙ্করলাল সাহু ? তাঁর কোনও রাজনৈতিক ইতিহাস বা পরিচয় নেই ৷ তিনি অনগ্রসর শ্রেণি থেকে আসা একজন সাধারণ মানুষ । তবে বৈশালী শহরে তাঁকে চেনেন না এমন লোকের দেখা মেলা ভার । কারণ তাদের কাজই এমন ৷ শঙ্করলাল তাঁর কাজের জন্যই এলাকায় পরিচিত । শঙ্করলাল গত 35 বছর ধরে রামনগর মুক্তিধামে শ্মশানের কাজ করে আসছেন । এখনও পর্যন্ত শঙ্করলাল 1 লক্ষ মৃতদেহের সৎকার করেছেন ।

শঙ্করলাল ছত্তিশগড়ের ছবিতে কাজ করেছেন: শঙ্করলালের ছোটবেলা থেকেই অভিনয়ের শখ । এখনও পর্যন্ত শঙ্করলাল ছত্তিশগড়ের অনেক ফিল্ম এবং অ্যালবামে কাজ করেছেন । তিনি দাবি করেন, ছত্তিশগড়ের 'চার চিনাহারি নার্ভা গরভা ঘরোয়া বাড়ি' গানটি তিনি লিখেছেন, যা আজ ছত্তিশগড়ের সকলের মুখে মুখে ঘোরে । তবে নির্বাচনে লড়ার জন্য তাঁর খুব বেশি টাকা নেই । কিন্তু জনসমর্থন নিয়েই এবারের নির্বাচনে নিজেদের ভাগ্যপরীক্ষা করতে নেমেছেন তিনি ।

ভিলাই রামনগর মুক্তিধামে চুক্তিতে মৃতদেহ সৎকারের কাজ করেন শঙ্করলাল সাহু । এমনকী কোভিডের সময়ও যখন পরিবারের সদস্যরা মৃতদেহ মুক্তিধামে রেখে চলে যেতেন, তখন সেইসব বেওয়ারিশ লাশের শেষকৃত্যও করতেন তিনি । কোভিডের সময় শঙ্করলাল প্রায় 80টি মৃতদেহ দাহ করেছেন । শঙ্করলাল বলেন, "আমি যে কাজ করি তাতে এখন দুর্নীতির ছায়া দেখা যাচ্ছে । আমার বেতন 12 হাজার টাকা, কিন্তু তাতেও কমিশন চায় ঠিকাদার ।"

আরও পড়ুন: ভোট টানতে ম্যারাথন! নতুন ভোটারদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ কংগ্রেসের

শঙ্করলালের মতে, বৈশালী নগরে উন্নয়নের নামে প্রতারণা করা হয়েছে । বৈশালীনগর এখনও কোনও উন্নয়ন হয়নি । এখনও পর্যন্ত শঙ্করলাল একবার বিধায়ক, মেয়র ও দু'বার কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । এবার তিনি স্বাভিমান মঞ্চের ব্যানারে পঞ্চমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন । শঙ্করলাল জানান, তিনি জিতলে বৈশালী শহরের চিত্র বদলে দেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.