ETV Bharat / bharat

Chandrayaan 3: 23’র জুনে ভারত চন্দ্রযান-3 উৎক্ষেপণ করতে পারে

author img

By

Published : Oct 23, 2022, 3:37 PM IST

আগামী বছর জুন মাসে ভারত তৃতীয় তথা চন্দ্রযান-3 উৎক্ষেপণ করবে (Chandrayaan-3 likely to launch by June 2023) ৷ এমনটাই রবিবার জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (ISRO Chairman S Somnath) ৷

chandrayaan-3-likely-to-launch-by-june-2023-says-isro-chairman-s-somnath
chandrayaan-3-likely-to-launch-by-june-2023-says-isro-chairman-s-somnath

শ্রীহরিকোটা, 23 অক্টোবর: সম্ভবত 2023 সালের জুন মাসে ভারত তার তৃতীয় চন্দ্রযান উৎক্ষেপণ করবে (Chandrayaan-3 likely to launch by June 2023) ৷ এমনটাই জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ, ইসরোর চেয়ারম্যান গবেষক এস সোমনাথ (ISRO Chairman S Somnath) ৷ একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, আগামী বছরের জুন মাসে চন্দ্রযান-3 উৎক্ষেপণের জন্য তাঁরা প্রায় প্রস্তুত ৷ চন্দ্রযান-3 প্রায় তৈরি বলে জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে মহাকাশযানে ব্যবহৃত সমস্ত বিষয়গুলির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে বলে জানিয়েছেন তিনি ৷

তবে, এখনও একাধিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ তিনি জানিয়েছেন, চন্দ্রযান পাঠানোর জন্য দু’টি সময় রয়েছে ৷ একটি ফেব্রুয়ারি মাস এবং দ্বিতীয় জুন মাস ৷ কিন্তু, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা এখনও করতে হবে ইসরোকে ৷ তাই দেরি করেই চন্দ্রযান-3 উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ৷ এদিন ইসরোর হেভিওয়েট রকেট এলভিএম3-এম2 (ISRO Heavyweight Rocket LVM3-M2) বা ওয়ান ওয়েব ইন্ডিয়া-1 এর মাধ্যমে 36টি কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ৷

আরও পড়ুন: 36টি ওয়ানওয়েব উপগ্রহ নিয়ে সফল উৎক্ষেপণ ভারতীয় এলভিএম 3 রকেটের

ইসরোর তরফে এস সোমনাথ জানিয়েছেন, 36টির মধ্যে 16টি উপগ্রহ বা স্যাটেলাইট সফলভাবে আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে যাত্রা শুরু করেছে ৷ বাকি 20টি স্যাটেলাইটও যথাসময়ে ওয়ান ওয়েব ইন্ডিয়া-1 রকেট থেকে আলাদা হয়ে যাবে ৷ ইসরোর চেয়ারম্যান বলেন, ‘‘এটা একটা ঐতিহাসিক মিশন ৷ আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে ৷ কারণ, তিনি চেয়েছিলেন এলভিএম3 রকেট বাণিজ্যিক স্তরে এটিকে নিয়ে আসা হোক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.