ETV Bharat / bharat

Chandranath Sinha : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল সিবিআই

author img

By

Published : Jun 27, 2022, 3:01 PM IST

Updated : Jun 27, 2022, 4:39 PM IST

ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় অনুব্রত-ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI summons Chandranath Sinha) ।

Chandranath Sinha News
Chandranath Sinha News

বোলপুর, 27 জুন : ভোট পরবর্তী হিংসায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল সিবিআই ৷ ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় অনুব্রত-ঘনিষ্ঠ মন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI summons Chandranath Sinha) ।

2021 সালে 2 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই ইলামবাজারে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার । কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তভার পায় সিবিআই । তদন্তভার হাতে পেয়েই একাধিক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই অফিসারেরা । এমনকী তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও এই মামলাতেই নিজাম প্যালেসে তলব করা হয়েছিল ৷

আরও পড়ুন : অনুব্রতর দেহরক্ষী সায়গলের মতো আরও প্রভাবশালী আছে বীরভূমে ?

একই সঙ্গে বীরভূমের একাধিক বিধায়ক, জেলা সভাধিপতি, নেতাকে দুর্গাপুর ক্যাম্প অফিসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । এবার সেই মামলাতেই বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল সিবিআই । 28 জুন দুর্গাপুরের ক্যাম্প অফিসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated : Jun 27, 2022, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.