ETV Bharat / bharat

CBI summons KCR Daughter: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেসিআর-কন্যাকে তলব সিবিআইয়ের

author img

By

Published : Dec 3, 2022, 4:12 PM IST

CBI summons KCR Daughter
CBI summons KCR Daughter

সিবিআই নোটিশ পাঠাল মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর (Chief Minister K Chandrashekhar Rao) রাওয়ের মেয়ে এবং টিআরএস এমএলসি কে কবিতাকে (TRS MLC K Kavitha) ৷ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলার তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ৷ সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার নোটিশ পাঠানো হয়েছে তাঁকে ।

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই ৷ আগামী 6 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য এই মামলায় জড়িত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (Chief Minister K Chandrashekhar Rao) কন্যা এবং টিআরএস এমএলসি কে কবিতাকে (TRS MLC K Kavitha) শুক্রবার নোটিশ পাঠাল তদন্তকারী সংস্থা (Central Bureau of Investigation) ।

সিবিআই সিআরপিসির 160 ধারার অধীনে এই নোটিশ জারি করা হয়েছে ৷ কবিতাকে মঙ্গলবার সকাল 11 টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পছন্দসই জায়গায় পৌঁছনোর কথা বলা হয়েছে ৷ কেসিআর কন্যা এক বিবৃতিতে সিবিআইকে জানান, তদন্তকারী তাঁর হায়দরাবাদের বাড়িতে আসতে পারে ।

সিবিআই (CBI) বিজ্ঞপ্তিতে কবিতাকে জানায়, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তদন্তের সময় কিছু তথ্য উঠে এসেছে ৷ যার সঙ্গে আপনার যোগ থাকার সম্ভাবনা রয়েছে । তদন্তের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য যাচাই করা দরকার ৷ তাই আগামী 6 ডিসেম্বর সকাল 11 টার সময় আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য সুবিধা অনুযায়ী হায়দরাবাদ ও দিল্লির মধ্যে কোনও একটি স্থানে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দুর্নীতি দমন ব্যুরো শাখার ডিএসপি অলোককুমার শাহী এই নোটিশ জারি করেছেন ।

আরও পড়ুন: রেলমন্ত্রকে চাকরির নিয়োগ পরীক্ষা, আগামী বছরে থেকে দায়িত্বে ইউপিএসসি

25 নভেম্বর সিবিআই সাত অভিযুক্তের বিরুদ্ধে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দাখিল করে । তদন্ত অনুসারে, আপ নেতা বিজয় নায়ার দলের বাকিদের হয়ে সাউথ গ্রুপ (শরথ রেড্ডি, এমএস কে কবিতা, মাগুন্তা শ্রীনিভাসুলু রেড্ডি দ্বারা নিয়ন্ত্রিত) নামক একটি গ্রুপ থেকে অমিত অরোরা-সহ বিভিন্ন ব্যক্তির দ্বারা কমপক্ষে 100 কোটি টাকার কিকব্যাক পেয়েছেন ৷ দিল্লি আদালতে অভিযুক্ত অমিত অরোরার বিরুদ্ধে দায়ের করা রিমান্ড রিপোর্টে একথা উল্লেখ করেছে ইডি । ইডি জানায় যে অরোরা তাঁর বিবৃতি রেকর্ড করার সময় এই তথ্যগুলি প্রকাশ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.