ETV Bharat / bharat

Himachal Cable Car : হিমাচলে রোপওয়েতে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করল এনডিআরএফ

author img

By

Published : Jun 20, 2022, 3:19 PM IST

Updated : Jun 20, 2022, 5:15 PM IST

Himachal Cable Car
হিমাচলে রোপওয়ে দুর্ঘটনা

যান্ত্রিক ত্রুটির কারণেই পরওয়ানুতে এদিন রোপওয়ে বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে ৷ আটকে পড়া 11 জন পর্যটককেই উদ্ধার করা সম্ভব হয়েছে (Himachal Cable Car Stuck) ৷

সিমলা, 20 জুন : হিমাচল প্রদেশের সোলান জেলার পরওয়ানুতে রোপওয়ে বিপর্যয়ের জেরে কেবলকারে আটকে পড়া সব পর্যটককেই উদ্ধার করা সম্ভব হল ৷ ঘটনার প্রায় 4 ঘণ্টা পর এনডিআরএফ এর তৎপরতায় মাঝ আকাশে আটকে পড়া 11 জন পর্যটককেই উদ্ধার করা সম্ভব হয় ৷

সোমবার দুপুরে রোপওয়ে চলাচলের সময় এই বিপত্তি ঘটে ৷ হিমাচল প্রদেশের সোলান জেলার পরওয়ানুতে রোপওয়ে দিয়ে চলাচলের সময় হঠাৎই মাঝ আকাশে আটকে যায় একটি কেবলকার ৷ সে সময় ওই কেবলকারে 11 জন পর্যটক ছিলেন ৷ তাঁদের মধ্যে 2 জন বয়স্ক ও 4 জন মহিলা (Himachal Cable Car Stuck) ৷

হিমাচলে রোপওয়ে বিপত্তি

যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় উদ্ধারকাজ ৷ এনডিআরএফ এর দল উদ্ধারকাজে যোগ দেয় ৷ একে একে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয় ওই কেবলকারে আটকে পড়া 11 জন পর্যটককেই ৷ উদ্ধার হওয়া পর্যটকদের সকলেই সুস্থ রয়েছেন বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : আমেদাবাদের গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ

Last Updated :Jun 20, 2022, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.