ETV Bharat / bharat

Pakistani drone at Firozpur : পঞ্জাবের আকাশে 'মেড ইন চায়না'র পাকিস্তানি ড্রোন, নামাল বিএসএফ

author img

By

Published : Dec 18, 2021, 11:11 AM IST

Pakistani drone at Ferozpur
পঞ্জাবের আকাশে পাক ড্রোন

অমরকোট বর্ডার আউটপোস্টের কাছে গোঁ গোঁ শব্দ শোনা যায় ৷ শব্দের উৎস সন্ধান করতে গিয়ে দেখা যায় একটি পাকিস্তানি হেক্সাকপ্টার (ড্রোন) বেশ নিচু হয়ে উড়ে যাচ্ছে (Pakistani drone at Firozpur) ৷ জায়গাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে 300 মিটার এবং বিএসএফ ফেন্স থেকে 150 মিটার ভেতরে ৷

ফিরোজপুর, 18 ডিসেম্বর : ফের পঞ্জাবের আকাশে দেখা মিলল পাকিস্তানি ড্রোনের (Pakistani drone at Firozpur) ৷ শুক্রবার রাতে পঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের অদূরে একটি ড্রোন উড়তে দেখা যায় ৷ রাত 11:10 নাগাদ ওই পাকিস্তানি হেক্সাকপ্টারটিকে নামায় বিএসএফ ৷ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতে, মেড ইন চায়না ওই ড্রোনটি পাকিস্তানের দিক থেকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল ৷ এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন এক সিনিয়র বিএসএফ আধিকারিক ৷

শুক্রবার রাতে সীমান্ত অঞ্চলে বিএসএফের টহলদারি দল রুটিন পেট্রোল চালাচ্ছিল ৷ সেইসময় অমরকোট বর্ডার আউটপোস্টের কাছে গোঁ গোঁ শব্দ শোনা যায় ৷ শব্দের উৎস সন্ধান করতে গিয়ে দেখা যায় একটি পাকিস্তানি হেক্সাকপ্টার (ড্রোন) বেশ নিচু হয়ে উড়ে যাচ্ছে (BSF intercepts Pakistani drone at Firozpur of Punjab) ৷ জায়গাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে 300 মিটার এবং বিএসএফ ফেন্স থেকে 150 মিটার ভেতরে ৷

আরও পড়ুন : Asaduddin Owaisi on Girl Marriage : 18 বছরে বয়সে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারলে, বিয়ে নয় কেন ? প্রশ্ন ওয়াইসির

ড্রোন উদ্ধারের পর বিবৃতি দিয়ে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, 17 ডিসেম্বর রাত 11টা 10মিনিট নাগাদ অমরকোটের Ex-103 bn বর্ডার আউটপোস্টের অ্যালার্ট ট্রুপ ড্রোনটিকে চিহ্নিত করে এবং সেটিকে নামানো হয় ৷ উদ্ধার করা ড্রোনটি চিনের তৈরি ৷ বিএসএফের তৎপরতায় আন্তর্জাতিক সীমান্তে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে আরও একবার ব্যর্থ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.