ETV Bharat / state

KMC Election 2021 : পৌরভোটে পুলিশকর্মীদের আইন মেনে কাজ করার পরামর্শ নগরপালের

author img

By

Published : Dec 18, 2021, 10:42 AM IST

Updated : Dec 18, 2021, 11:02 AM IST

KMC Election 2021
পুলিশ

সুষ্ঠভাবে কলকাতা পৌরনিগমের ভোট (KMC Election 2021) সম্পন্ন করতে চাইছে কলকাতা পুলিশ ৷ তাই ভোটের দিন পুলিশকর্মীদের মাথা ঠাণ্ডা রাখার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র (Police Commissioner of Kolkata Soumen Mitra) ৷

কলকাতা, 18 ডিসেম্বর : কলকাতা পৌরভোটে (KMC Election 2021) অশান্তি বা আইন শৃঙ্খলার অবনতি হলে জবাবদিহি করতে হবে কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিপিকে । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পর আরও যেন সক্রিয় হল কলকাতা পুলিশ । শুক্রবার রাতে লালবাজারে কলকাতা পুলিশের নয়টি ডিভিশনের ডেপুটি কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন নগরপাল সৌমেন মিত্র (Police Commissioner of Kolkata Soumen Mitra) । বৈঠকে ভোটের দিন পুলিশকর্মীদের মাথা ঠান্ডা রাখার নির্দেশ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি আইনের ঊর্ধ্বে বা যা নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন কোনও কাজ পুলিশকর্মীদের না-করার পরামর্শ দেন নগরপাল ৷

ভোটের দিন পুলিশ বাহিনী কীভাবে কাজ করবে, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েই বৈঠক শুরু হয় ৷ এরপর খোদ নগরপাল বেরিয়ে পড়েন শহরের একাধিক ডেপুটি কমিশনারের অফিসে । ভোটের ডিউটির জন্য আসা পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন নগরপাল । মাথা ঠান্ডা রেখে, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার কথা বলেন তিনি ৷ এছাড়া উত্তর মধ্য ও দক্ষিণ কলকাতায় থাকবেন দু'জন করে ডেপুটি কমিশনারের পদমর্যাদার পুলিশ আধিকারিক । প্রতিটি থানার বাইরে থাকবে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের গাড়ি । যাতে কোনও এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে তা সামলাতে পারে পুলিশ ।

আরও পড়ুন : KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতায় পৌরভোট, রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

ইতিমধ্যেই উত্তর কলকাতার সিঁথি থানা এলাকায়, ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপর বসানো হয়েছে নাকা চেকিং ৷ বাইরে থেকে কোনরকমে সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি যাতে কলকাতায় ঢুকতে না পারে তার জন্যই এই ব্যবস্থা ৷ তাছাড়া তিলজলা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানা উদ্যোগে বাইপাসে নাকা চেকিংয়ের বন্দোবস্ত করা হয়েছে । বুথের বাইরে পুলিশকর্মীরা থাকবেনই পাশাপাশি এলাকায় টহল দেবেন একজন করে যুগ্ম নগরপাল পদমর্যাদার আধিকারিক । গোটা কলকাতার সার্বিক চিত্র মনিটরিং করা হবে লালবাজারের কন্ট্রোল রুম থেকে । মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল(সদর) শুভঙ্কর সিনহা সরকার-সহ 6 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক ।

কলকাতা পুলিশকে সাহায্য করার জন্য রাজ্য পুলিশের কর্মীরাও তৈরি । তাঁরা এইমুহূর্তে রয়েছেন আলিপুরের বডিগার্ডস লাইনে । প্রয়োজন মতো তাঁদের ডিউটি ঠিক করবেন উচ্চপদস্থ আধিকারিকরা ।

আরও পড়ুন : KMC Election 2021: বিজেপি ঝামেলা করতে পারে, তৃণমূল কংগ্রেসকে রুখে দাঁড়াতে হবে, দলকে বার্তা অভিষেকের

Last Updated :Dec 18, 2021, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.