ETV Bharat / city

KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতায় পৌরভোট, রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

author img

By

Published : Dec 17, 2021, 9:45 PM IST

Updated : Dec 17, 2021, 10:10 PM IST

Kolkata Municipal Election
কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হবে কলকাতা পৌরভোট

এই মুহূর্তে কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে মনে করছে না কলকাতা হাইকোর্ট (no central force for KMC Election 2021) ৷ তবে বাস্তব পরিস্থিতি ভাল করে খতিয়ে দেখার নির্দেশ রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে ৷

কলকাতা, 17 ডিসেম্বর : কলকাতা পৌরভোটে হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই (no central force for KMC Election 2021) ৷ তেমনটাই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তবে এর পাশাপাশি রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে বাস্তব পরিস্থিতি ভালভাবে খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে । এব্যাপারে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে তাদেরই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।

এদিন নির্দেশে বিচারপতিরা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে মনে করছে না ডিভিশন বেঞ্চ । তবে সাধারণ ভোটারদের ভয় দূর করতে ও আত্মবিশ্বাস বাড়াতে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এলাকায় পরিকল্পনামাফিক রুটমার্চের কথাও বলা হয়েছে ৷ পাশাপাশি 14 ডিসেম্বর সব বুথে সিসিটিভি লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা যেন যথাযথভাবে পালন করা হয় সেটাও দেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । সাধারণ ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কী কী পরিকল্পনা রয়েছে, তা আগামী 23 ডিসেম্বর হাইকোর্টের কাছে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে ।

ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে মিউনিসিপ্যালিটি ইলেকশন করানো হয়েছে ৷ এই বিষয়টি মামলায় বারবার উঠে এসেছিল ৷ কিন্তু ত্রিপুরার প্রেক্ষিত ছিল আলাদা । ত্রিপুরায় নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের তরফে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল । কিন্তু কলকাতা পৌরসভায় ভোটের ক্ষেত্রে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর দাবি (Central force in KMC Election 2021) জানালেও দাবির পিছনে পর্যাপ্ত যুক্তি নেই বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে ৷ তবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যেহেতু জানিয়েছেন, প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনী 6 ঘণ্টার মধ্যে দেওয়া সম্ভব । তাই রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যের প্রশাসনকে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিল হাইকোর্ট । প্রয়োজনে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের কারণে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হলে তারা যেন যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করে । এমনটাই নির্দেশ হাইকোর্টের ।

কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা করেছিল ভারতীয় জনতা পার্টি । গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ভারতীয় জনতা পার্টির সেই দাবি খারিজ করে দেয় এবং রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন করানোর নির্দেশ দেওয়া হয় । কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে গতকালই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছিল বিজেপি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ও কার্যত বিজেপির আপিল খারিজ করে দিল আজ । রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন : KMC Election 2021 : হাইকোর্টে কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, শুনানি শেষে রায়দান স্থগিত

Last Updated :Dec 17, 2021, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.