ETV Bharat / bharat

Liquor Addicted Father: নেশা করে বাড়ি ফেরে বাবা, 'পুলিশকাকু'র কাছে মদের দোকান বন্ধের আর্জি বালকের!

author img

By

Published : Jan 25, 2023, 8:30 PM IST

বাবার মদ্যপানের অভ্য়াসের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ ঠুকল আট বছরের ছেলে (Boy Complaint against Father Drinking Habit) ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের (Kushinagar) ঘটনা ৷

Boy Complaint against Father Drinking Habit to police in Kushinagar of Uttar Pradesh
বাবার বিরুদ্ধে সরব বালক

কুশিনগর (উত্তরপ্রদেশ), 25 জানুয়ারি: "ও পুলিশকাকু ! তোমরা মদের দোকান বন্ধ করে দাও ৷ আমার বাবা রোজ মদ খেয়ে বাড়ি আসে ৷ বাড়িতে খুব ঝামেলা হয় ৷ বাবাকে সবাই কত বলে, তবু মদ খাওয়া ছাড়ে না ৷ তোমরা মদের দোকান বন্ধ করে দাও ৷ তাহলে বাবাও মদ খাওয়া ছেড়ে দেবে !" এক বালকের মুখে এমন কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তার 'পুলিশকাকুরা'ও ৷ এমনকী, ওই বালকের পড়াশোনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ৷ নিজে তাকে পৌঁছে দেন বাড়িতে ৷ আর বালকের বাবার কপালে জোটে কড়া ভাষায় তিরস্কার ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের (Kushinagar) ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বালককে নিয়ে এত কথা, সে কুশিনগরেরই বাসিন্দা ৷ তার বাড়ির আর্থিক অবস্থা খুবই সাধারণ ৷ কিন্তু, পরিবারের সবথেকে বড় সমস্যা বালকের বাবা ৷ তিনি প্রতিদিন মদ্যপান করেন ৷ তা নিয়ে রোজ বাড়িতে অশান্তি হয় ৷ বালকের মাকে নিগ্রহ করেন ওই ব্যক্তি ৷ দু'জনে প্রায় নিয়মিত ঝগড়া হয় ৷ এসব দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছিল ওই বালক ৷ তাই সে ঠিক করে, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে ৷

আরও পড়ুন: বিহারে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, বাঁচতে ঝাঁপ দিয়ে গুরুতর জখম দার্জিলিঙের শিক্ষিকা

যেমন ভাবা, তেমন কাজ ! বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সটান থানায় চলে যায় ওই বালক ৷ সোজা গিয়ে নালিশ ঠোকে 'পুলিশকাকু'র কাছে (Boy Complaint against Father Drinking Habit) ৷ এরপর বালকের বাবাকে ডেকে পাঠান থানার ভারপ্রাপ্ত আধিকারিক ৷ মদ্যপান করে বাড়িতে অশান্তি করার জন্য বালকের বাবাকে তীব্র তিরস্কার করেন তিনি ৷ বালকের বাবাকে মদ্যপান না করারও শপথ করান তিনি ৷ তারপর নিজে ওই বালককে বাড়িতে পৌঁছে দেন ৷ সঙ্গে উপহার হিসাবে তার হাতে তুলে দেন বই, খাতা, পেন, পেনসিল ৷ পাশাপাশি, বালকের বাবাকে বলেন, এবার থেকে তাঁর ছেলের লেখাপড়ার সমস্ত খরচ তিনিই বহন করবেন ৷

আট বছরের এক বালকের এমন প্রাপ্তবয়স্ক মানসিকতা দেখে মুগ্ধ পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁরা বলছেন, যেখানে ছোটরা মদ্যপানের কুফল সম্পর্কে এতটা সচেতন, সেখানে বড়দের দায়িত্বজ্ঞানহীন আচরণ চিন্তা বাড়াচ্ছে ৷ তবে, সংশ্লিষ্ট পুলিশকর্মীদের আশা, এই ঘটনার পর ওই বালকের বাবা অন্তত আর মদ ছোঁবেন না ৷ যদিও, আদৌ তা সম্ভব হবে কিনা, তার উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.