ETV Bharat / bharat

Parliament Winter Session: নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই শেষ সংসদের শীতকালীন অধিবেশন

author img

By

Published : Dec 23, 2022, 1:36 PM IST

Both Houses adjourned sine die Parliament Winter Session concludes
ফাইল ছবি ৷

উপদেষ্টা কমিটির (Business Advisory Committee) সিদ্ধান্ত অনুসারে, অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষ ৷ শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শেষ হওয়ার এক সপ্তাহ আগে এই পদক্ষেপ করা হল ৷

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) ৷ শুক্রবার সকালে একে একে পর্যায়ক্রমে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন আনুষ্ঠানিকভাবে মুলতুবি করে দেওয়া হয় ৷ প্রসঙ্গত, এবারের শীতকালীন অধিবেশন শুরু হয় গত 7 ডিসেম্বর ৷ সবকিছু ঠিকঠাক থাকলে সভা চলার কথা ছিল আগামী 29 ডিসেম্বর পর্যন্ত ৷ কিন্তু, তার এক সপ্তাহ আগেই দুই কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হল ৷

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির (Business Advisory Committee) সিদ্ধান্ত অনুসারেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ এই কমিটির নেতৃত্বে রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ সেইসঙ্গে, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই কমিটিতে রয়েছেন ৷ তাঁরা সমবেতভাবে শীতকালীন অধিবেশন কাটছাঁট করার সিদ্ধান্ত নেন ৷ সেই সিদ্ধান্তের ভিত্তিতেই শুক্রবার এই পদক্ষেপ করা হয় ৷

আরও পড়ুন: রাজ্যসভার অপপ্রয়োগ বরদাস্ত নয়, কড়া বার্তা ধনকড়ের

এদিন রাজ্যসভা মুলতুবি করার সিদ্ধান্ত ঘোষণা করেন চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ সেই সময়েই করোনা প্রতিরোধে সবরকমের প্রয়োজনীয় পদক্ষেপ করার পক্ষে সওয়াল করেন তিনি ৷ এর পাশাপাশি, সংসদে একটি উৎসব পালনের জন্য সাংসদরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য তাঁদের সকলকে ধন্যবাদ জানান ধনকড় ৷ অন্যদিকে, এই সময়ের মধ্যে লোকসভা বসেছে মোট 13 বার ৷ সভার কাজ হয়েছে সব মিলিয়ে 62 ঘণ্টা 42 মিনিট ৷ এই অধিবেশনে সংসদের উচ্চ কক্ষের উৎপাদনশীলতা 97 শতাংশ বলে নথিভুক্ত করা হয়েছে ৷

প্রসঙ্গত, এবারের শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভা এবং লোকসভা, দু'টির ক্ষেত্রেই বারবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ৷ মূলত ভারতীয় ভূখণ্ডে চিনের অনুপ্রবেশ নিয়ে বারবার আলোচনার দাবি তুলেছেন বিরোধীরা ৷ কিন্তু, সরকারপক্ষ সেই প্রস্তাব এড়িয়ে গিয়েছে ৷ তাদের যুক্তি ছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ নিয়ে আলোচনা সম্ভব নয় ৷ এছাড়াও, এবারের অধিবেশনে বেশ কিছু আইনের সংশোধনী বিল পাস করা হয়েছে ৷ যার মধ্যে 1950 সালের সংবিধান তফসিলি উপজাতি (নির্দেশিকা) অন্যতম ৷ এছাড়াও, 2021 সালের বন্যপ্রাণ (সংরক্ষণ) সংশোধনী বিল, 2022 সালের শক্তি সংরক্ষণ (সংশোধনী) বিল এবং 2019 সালের সামুদ্রিক জলদস্যু বিরোধিতা বিলও এবারের অধিবেশনে পাস করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.