ETV Bharat / bharat

How Prime Ministers Decide: আরএসএস নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ইন্দিরা গান্ধির, দাবি নতুন বইয়ে

author img

By

Published : Aug 1, 2023, 7:17 PM IST

Updated : Aug 1, 2023, 11:00 PM IST

How Prime Ministers Decide on Indira Gandhi: 'হাউ প্রাইম মিনিস্টারস ডিসাইড'-এ সাংবাদিক নীরজা চৌধুরী ঐতিহাসিক তাৎপর্যের ছয়টি সিদ্ধান্তের কথা তুলে ধরে দেশের প্রধানমন্ত্রীদের কাজ করার শৈলী বিশ্লেষণ করেছেন ৷ এই বইতে দাবি করা হয়েছে যে, আরএসএস নেতাদের সঙ্গে ইন্দিরা গান্ধির ভালো সম্পর্ক ছিল ৷

How Prime Ministers Decide
How Prime Ministers Decide

নয়াদিল্লি, 1 অগস্ট: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বেশ কয়েকজন আরএসএস নেতার সঙ্গে সুসম্পর্ক ছিল ৷ সংঘের লোকেরা যেমন সাহায্যের জন্য তাঁর কাছে যেতেন, তেমন তিনিও তাঁর উদ্দেশ্য সাধনের জন্য সংঘকে ব্যবহার করতেন ৷ কিন্তু সতর্কতার সঙ্গে তাঁর সঙ্গে এই সংগঠনের দূরত্ব বজায় রেখেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ একটি নতুন বইয়ে এমনই দাবি করা হয়েছে ৷

6টি সিদ্ধান্ত: 'হাউ প্রাইম মিনিস্টারস ডিসাইড'-এ সাংবাদিক নীরজা চৌধুরী ঐতিহাসিক তাৎপর্যের ছয়টি সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীদের প্রশাসনের শৈলী বিশ্লেষণ করেছেন ৷ সেই ছটি সিদ্ধান্ত হল, 1980 সালে জরুরি অবস্থার পরে ক্ষমতায় ফিরে আসার জন্য ইন্দিরা গান্ধির কৌশল, শাহ বানো মামলা, মণ্ডল কমিশন, বাবরি মসজিদের ঘটনা, অটল বিহারী বাজপেয়ীর পারমাণবিক পরীক্ষার অনুমোদন, এবং মনমোহন সিংয়ের অধীনে ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি ।

ইন্দিরাকে সমর্থন আরএসএস-এর: বইটিতে দাবি করা হয়েছে যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধিকে সমর্থন করেছিল ।

নীরজা চৌধুরী লিখেছেন, "আরএসএস প্রধান বালাসাহেব দেওরাস তাঁকে বেশ কয়েকবার চিঠি লিখেছিলেন । কয়েকজন আরএসএস নেতা কপিল মোহনের মাধ্যমে সঞ্জয় গান্ধির কাছে পৌঁছেছিলেন । এখন, 1977 সালে, তাঁকে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা দেখতে হত । তবে তাঁকে খুব সাবধানে এটি করতে হত ৷"

ইন্দিরার হিন্দুত্বের রাজনীতি: তিনি আরও লিখেছেন, যেমন আরএসএস-এর লোকেরা সাহায্যের জন্য তাঁর কাছে গিয়েছিলেন, ইন্দিরা গান্ধিও তাঁর উদ্দেশ্য সাধনের জন্য আরএসএস-কে ব্যবহার করেছিলেন - কিন্তু সাবধানে সংগঠন এবং নিজের মধ্যে দূরত্ব বজায় রেখেছিলেন । আরএসএসের বিরুদ্ধে তাঁর বিরোধিতা সত্ত্বেও তিনি জরুরি অবস্থায় তাদের সমর্থন পেতে সক্ষম হয়েছিলেন । কংগ্রেস সম্পর্কে মুসলমানদের মধ্যে অসন্তুষ্টি অনুভব করে, তিনি তাঁর রাজনীতিকে হিন্দুকরণ করতে চেয়েছিলেন, তিনি সচেতন ছিলেন যে, আরএসএস-এর নিরপেক্ষ অবস্থানও তাঁকে সাহায্য করতে পারে ৷

আরও পড়ুন: 19 সাল বাদ ! ইন্দিরা সরণিতে হেঁটে 'হাতের মুঠোয়' চিকমাগালুর

লেখকের মতে, তাঁর বইটি ক্ষমতা এবং সর্বোচ্চ সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তি ও তাঁদের কাজ সম্পর্কে লেখা । অধ্যায়গুলি ব্যাখ্যা করে যে, কীভাবে সংখ্যাগরিষ্ঠ শাসনের পাশাপাশি জোট সরকারের অধীনে কাজ করেছিলেন প্রধানমন্ত্রীরা । বইটিতে আরও দাবি করা হয়েছে যে 1980 সালে, ইন্দিরা গান্ধি যখন কংগ্রেসে হিন্দুত্বের মুখ তুলে ধরতে সচেষ্ট হয়েছিলেন, সেই সময় অটল বিহারী বাজপেয়ী তাঁর ভাবমূর্তি ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করছিলেন ৷

ইন্দিরা গান্ধির ঘনিষ্ঠ সহযোগী অনিল বালিকে উদ্ধৃত করে বইটিতে লেখা হয়েছে, "আরএসএস ইন্দিরা গান্ধিকে 1980 সালে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল ৷ তিনি জানতেন যে, আরএসএস তাঁকে সমর্থন করেছে কিন্তু তিনি কখনওই প্রকাশ্যে তা স্বীকার করেননি । তিনি ব্যক্তিগতভাবে স্বীকার করতেন যে, আরএসএস-এর সমর্থন না পেলে, তিনি 353টি আসন জিততে পারতেন না ৷"

অনিল বালি আরও বলেছেন, "আরএসএস প্রধান বালাসাহেব দেওরাস একবার কথোপকথনের সময় বলেছিলেন, 'ইন্দিরা গান্ধি বহুত বাদী হিন্দু হ্যায় (ইন্দিরা গান্ধি একজন কট্টর হিন্দু)। বালাসাহেব দেওরাস এবং তাঁর ভাই ইন্দিরা গান্ধিকে হিন্দুদের একজন সম্ভাব্য নেতা হিসেবে দেখেছিলেন ৷"

ইন্দিরার প্রশংসা আরএসএস-এর: আলেফ বুক কোম্পানি দ্বারা প্রকাশিত বইটি শীঘ্রই বাজারে আসবে ৷ এই বইটিতে আরও বলা হয়েছে যে, 1971 সালে আরএসএস ইন্দিরা গান্ধিকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে পাকিস্তানকে দুর্বল করার জন্য প্রশংসা করেছিল । বইয়ে লেখা হয়েছে, "তৎকালীন আরএসএস প্রধান মাধব সদাশিব গোলওয়ালকর, যিনি গুরুজি নামে পরিচিত, ইন্দিরা গান্ধিকে লিখেছিলেন, 'এই কৃতিত্বের জন্য সবচেয়ে বড় কৃতিত্ব আপনার ।' 1974 সালে, তিনি পারমাণবিক ডিভাইস বিস্ফোরণের জন্য আবারও আরএসএস-এর তারিফ কুড়িয়েছিলেন - আরএসএস সর্বদা সামরিকভাবে শক্তিশালী ভারতের পক্ষে ছিল ৷"

আরও পড়ুন: ইন্দিরার হত্যাকাণ্ড উদযাপনে ট্যাবলো ! ট্রুডোকে ফোন করে প্রতিবাদ জানান মোদি, দাবি কংগ্রেসের

চৌধুরী আরও লেখেন যে, ভিপি সিং যা করেছিলেন, বছরের পর বছর ধরে কংগ্রেস ছেড়ে যাওয়া অন্য কেউ তা করতে পারেননি । তাঁর কথায়, "চন্দ্রশেখর, শরদ পাওয়ার, রামকৃষ্ণ হেগড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বা জগন মোহন রেড্ডি কেউই নয় । তাঁরাও ভিপির মতো গত শতাব্দীতে 1970, 1980 এবং 1990-এর দশকে ও 21-এর শতকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন । হেগড়ে, পাওয়ার, মমতা, রেড্ডি তাঁদের রাজ্যে কংগ্রেসকে প্রতিস্থাপন করতে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কখনও কখনও কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েও তারা জোট ত্যাগ করেছিলেন । চন্দ্রশেখর বৃহত্তর ও আধিপত্যবাদী কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু তাঁর মতো কেউই কংগ্রেসের জাতীয় বিকল্প তৈরি করতে পারেনি ৷ যদিও তাঁর সরকার এক বছরের কম সময় স্থায়ী হয়েছিল ৷"

চৌধুরীর মতে, "তিনি প্রথম সত্যিকারের জাতীয় জোটে ডান, বাম, কেন্দ্র এবং আঞ্চলিক দলগুলির প্রায় সমস্ত কংগ্রেস বিরোধী শক্তিকে এক প্ল্যাটফর্মে একত্রিত করেছিলেন । এটি একটি ত্রি-স্তরীয় ব্যবস্থা ছিল, যা বিরোধীদের একটি বিরল ঐক্যের প্রদর্শন ছিল । তিনি আঞ্চলিক দলগুলিকে কেন্দ্রে জাতীয় শাসন ব্যবস্থায় অংশীদারিত্ব দিয়েছেন ৷"

Last Updated : Aug 1, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.