ETV Bharat / bharat

Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক

author img

By

Published : Oct 23, 2021, 4:36 PM IST

ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার ফুট উচ্চতায় লখমা পাসে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের ৷ ফলে মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে উদ্ধারকাজ ৷

Uttarakhand Disaster
উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক

উত্তরকাশী, 23 অক্টোবর : উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশ সীমান্ত সংলগ্ন লখমা পাস থেকে আরও দু'জনের দেহ উদ্ধার হল ৷ এরমধ্যে কলকাতার বাসিন্দা রিচার্ড মণ্ডল (30)-এর দেহও রয়েছে ৷ উদ্ধার হওয়া অপর দেহটি উপেন্দ্র সিং (32) নামে স্থানীয় বাসিন্দার বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, দেহগুলিকে প্রথমে সাঙ্গলা নিয়ে আসা হবে ৷ তারপর তা নিয়ে যাওয়া হবে উত্তর কাশীতে ৷ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার ফুট উচ্চতায় লখমা পাসে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের ৷ ফলে মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে উদ্ধারকাজ ৷

আরও পড়ুন : Uttarakhand Disaster: মৃত্যুমিছিল অব্যাহত উত্তরাখণ্ডে, 12 জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার

উত্তরকাশীর জেলাশাসক ময়ূর দিক্ষীত জানিয়েছেন, প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে লখমা পাসের কাছে মোট 11 জন পর্বতারোহী নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বাকিদের মধ্যে 5 জনের মৃতদেহ শুক্রবারই উদ্ধার হয়েছিল৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ শনিবার উদ্ধার হল আরও দু'জনের দেহ ৷ এখনও নিখোঁজ রয়েছেন আরও দু'জন৷ আইটিবিপি'র জওয়ানরা ছাড়াও এই উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.