ETV Bharat / bharat

Student Gangraped in UP: উত্তরপ্রেদেশে ছাত্রীকে গণধর্ষণ!​ গ্রেফতার বিজেপি নেতা-সহ 2

author img

By

Published : Jul 27, 2023, 10:22 AM IST

Updated : Jul 27, 2023, 10:41 AM IST

BJP Leader Arrested in Gangrape Case
ছাত্রীকে গণধর্ষণ ও গর্ভপাত

BJP Leader Arrested in Gangrape Case: মির্জাপুরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিজেপি নেতা-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

মির্জাপুর(উত্তরপ্রদেশ), 27 জুলাই: এক ছাত্রীকে গণধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা-সহ দু'জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরের লালগঞ্জ থানা এলাকায় ৷ বুধবার পুলিশ তাদের গ্রেফতার করেছে ৷ ওই বিজেপি নেতা স্থানীয় একটি গ্রামের প্রধানের দায়িত্ব পালন করে বলে খবর ৷ তার এক সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ । এ বিষয়ে পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র সাংবাদিক সম্মেলনে জানান, ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ৷

প্রসঙ্গত, দেড় বছর ধরে এক ছাত্রীকে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করার অভিযোগ ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে ৷ গর্ভপাতের জন্য তারা তাকে ওষুধ খাওয়া বলেও অভিযোগ । এতে ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে কমিউনিটি হেলথ সেন্টারে ভরতি করতে হয় । এরপরই বিষয়টি জানাজানি হয়।

শেষমেশ 2023 সালের 17 জুলাই লালগঞ্জ থানায় মেয়েটির পরিবার একটি অভিযোগ দায়ের করে। তদন্তে নামে পুলিশ ৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে এক খাবারের দোকানের ম্যানেজারকে গ্রেফতার করা হয় । সূত্রের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই ওই বিজেপি নেতার নাম উঠে আসে ৷ তবে অভিযোগ, প্রথম দিকে নেতার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ প্রতিবাদে সরব হয় কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি-সহ সমস্ত বিরোধী দল । এরপরেই ওই অভিযুক্ত বিজেপি নেতা ও তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: স্কুল শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, সাত দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের

বুধবার পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র আরও বলেছেন, "ঘটনায় বিজেপি নেতা-সহ আর একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তরা প্রায় দেড় বছর ধরে ওই ছাত্রীকে যৌন নির্যাতিতা করে । দুই অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছে । পাশাপাশি আরও তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।"

Last Updated :Jul 27, 2023, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.