JP Nadda on Bengal Politics : বাংলায় নৈরাজ্যের চরম অবস্থা চলছে, উত্তরাখণ্ডে বাঙালিদের অনুষ্ঠানে তোপ নাড্ডার

author img

By

Published : Nov 16, 2021, 5:49 PM IST

Updated : Nov 16, 2021, 7:51 PM IST

bjp cheif jp nadda says bengal is going through a very tough time

উত্তরাখণ্ডের রুদ্রপুরে মঙ্গলবার সেখানকার বাঙালিদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

রুদ্রপুর (উত্তরাখণ্ড), 16 নভেম্বর : পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ মঙ্গলবার উত্তরখণ্ডের রুদ্রপুরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ৷

তিনি বলেন, ‘‘বাংলা এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ৷ ওখানে দুর্নীতি হচ্ছে, রাজনৈতিক শত্রুতা চলছে, হেনস্তা করা হচ্ছে এবং নৈরাজ্য চলছে ৷’’ পাশাপাশি তাঁর দাবি, শরণার্থীদের বাংলায় বিজেপি আশ্রয় দিয়েছে ৷

আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

একইসঙ্গে তিনি এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গও তোলেন ৷ তিনি জানান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেছে বিজেপি ৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের রুদ্রপুরে এদিন সেখানকার বাঙালিদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন জেপি নাড্ডা ৷ সেখানেই তিনি পশ্চিমবঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ

প্রসঙ্গত, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে শাসকদলের সন্ত্রাস বিজেপি কর্মীদের উপর চলছে বলে অভিযোগ করে আসছে গেরুয়া শিবির ৷ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মামলাও হয়েছে ৷ আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই ও সিট ৷

বাংলায় নৈরাজ্যের চরম অবস্থা চলছে, উত্তরাখণ্ডে বাঙালিদের অনুষ্ঠানে তোপ নাড্ডার

তাই নাড্ডাও সেইদিকে ইঙ্গিত করতে চেয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তবে এই নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির

Last Updated :Nov 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.