ETV Bharat / bharat

Lok Sabha Elections 2024: পাখির চোখ লোকসভা ভোট, মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের দিল্লি তলব বিজেপির

author img

By

Published : Jun 9, 2023, 10:42 AM IST

Updated : Jun 9, 2023, 4:32 PM IST

লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন শীর্ষনেতারা ৷ রবিবার দিল্লিতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
Lok Sabha Elections 2024

নয়াদিল্লি, 9 জুন: লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল বিজেপি ৷ সূত্রের খবর, দেশের যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার আছে সেখান থেকে যাতে লোকসভায় আরও বেশি পরিমাণ আসন জেতা যায় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতারা ৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে রবিবার দিল্লিতে এই বৈঠকটি হতে চলেছে ৷

সূত্রের খবর, বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দলের নেতা বিএল সন্তোষ উপস্থিত থাকতে পারেন ৷ এর পাশপাশি বিভিন্ন রাজ্যে বিজেপির সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতারাও থাকবেন বৈঠকে ৷ ওই সমস্ত রাজ্যের সংগঠন কী করে আরও ভালো করা যায় তা নিয়ে কথা হবে ৷ বিধানসভা নির্বাচনের পর থেকে হওয়া আঞ্চলিক ভোটের ফলাফল নিয়েও কথা হবে বৈঠকে ৷

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে বিজেপি সভাপতি দলীয় কর্মীদের সঙ্গে জলযোগ-বৈঠক করেন বুধবার ৷ প্রায় দু’ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হয়েছে ৷ সূত্রের দাবি, বৈঠকে নাড্ডা কর্মীদের জানান ,বিজেপি শুধু দেশের নয় পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল ৷ আকারে চিনের কমিউনিস্ট পার্টিও বিজেপির থেকে ছোট ৷ এমতাবস্থায় বিজেপি কর্মীদের আরও বেশি দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে হবে ৷ কেউ যদি কৃষকদের সমস্য়া থেকে শুরু করে দেশের অন্য কোনও সমস্যা নিয়ে প্রশ্ন করেন তবে তাঁকে শান্তভাবে উত্তর দিতে হবে ৷ চেষ্টা করতে হবে যাতে তাঁর প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া যায় ৷

আরও পড়ুন: বছর-শেষে বহু রাজ্যে বিধানসভা নির্বাচন ! কমতে পারে পেট্রল-ডিজেলের দাম

অন্যদিকে, শাসক শিবিরের মতো বিরোধীরাও বৈঠকে বসছে ৷ 23 জুন পটনায় বিভিন্ন বিরোধীদলের বৈঠক হওয়ার কথা ৷ সেখানে কংগ্রেসের যোগ দেওয়া নিয়ে খানিকটা সংশয় তৈরি হয় বৃহস্পতিবার ৷ তবে শুক্রবার সকালে জল্পনার অবসান ঘটিয়েছেন কংগ্রেসের সাধরণ সম্পাদক কেসি বেণুগোপাল ৷ সাংবাদিকদের তিনি জানিয়েছেন, 23 তারিখের বৈঠকে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আগেই জানা গিয়েছিল বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Last Updated : Jun 9, 2023, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.