ETV Bharat / bharat

"বীরসা মুন্ডার অবদান সবসময় অনুপ্রাণিত করে", জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

author img

By

Published : Nov 15, 2020, 8:43 PM IST

স্বাধীনতা আন্দোলন এবং সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান সব সময় দেশবাসীকে অনুপ্রাণিত করে বলে টুইটারে লিখলেন নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দিল্লি, 15 নভেম্বর : আদিবাসী নেতা বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বাধীনতা আন্দোলন এবং সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান সব সময় দেশবাসীকে অনুপ্রাণিত করে বলে টুইটারে লিখলেন নরেন্দ্র মোদি ।

টুইটারে প্রধানমন্ত্রী হিন্দিতে লিখেছেন, "বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । তিনি প্রকৃত অর্থেই দরিদ্রদের ত্রাতা ছিলেন । সমাজের বঞ্চিত ও শোষিত মানুষদের কল্যাণের জন্য কাজ করেছিলেন । স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান এবং সামাজিক সম্প্রীতির জন্য তাঁর প্রচেষ্টা আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে ।"

  • भगवान बिरसा मुंडा जी को उनकी जयंती पर शत-शत नमन। वे गरीबों के सच्चे मसीहा थे, जिन्होंने शोषित और वंचित वर्ग के कल्याण के लिए जीवनपर्यंत संघर्ष किया। स्वतंत्रता आंदोलन में उनका योगदान और सामाजिक सद्भावना के लिए किए गए उनके प्रयास देशवासियों को सदैव प्रेरित करते रहेंगे। pic.twitter.com/9trzSfygep

    — Narendra Modi (@narendramodi) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বীরসা মুন্ডা ছিলেন মুন্ডা উপজাতির একজন । 1875 সালের 15 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি । উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ শাসন কালে তিনি অধুনা বিহার এবং ঝাড়খণ্ডের উপজাতি অধ্যুষিত অঞ্চল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন । প্রতিবছর তাঁর জন্মবার্ষিকী বীরসা মুন্ডা জয়ন্তী হিসাবে পালিত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.