ETV Bharat / bharat

Bihar Cabinet Expansion বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

author img

By

Published : Aug 16, 2022, 12:15 PM IST

Updated : Aug 16, 2022, 2:33 PM IST

new members take oath as Bihar Cabinet Expansion
Bihar Cabinet Expansion বহরে বাড়ল বিহার মন্ত্রিসভা, শপথ নিলেন 30 জন

মঙ্গলবার শপথ নিলেন বিহারের নবগঠিত মন্ত্রিসভার প্রায় 30 জন সদস্য (Bihar Cabinet Expansion) ৷ এঁদের মধ্যে অন্যতম হলেন লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর ছেলে এবং রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবের (Tejashwi Prasad Yadav) দাদা তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav) ৷

পটনা, 16 অগস্ট: বিহার মন্ত্রিসভা সম্প্রসারণের (Bihar Cabinet Expansion) আনুষ্ঠানিক প্রক্রিয়া সারা হয়ে গেল মঙ্গলবার ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন বিভিন্ন দফতরের মন্ত্রী পদে শপথ নিলেন 31 জন বিধায়ক ৷ এঁদের মধ্যে অন্যতম তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav) ৷ তিনি বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর ছেলে এবং রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদবের (Tejashwi Prasad Yadav) দাদা ৷ আগামী দিনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বে তাঁরা কাজ করবেন ৷ প্রসঙ্গত, এদিনের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই জেডি(ইউ) বিধায়ক লেশি সিং (Leshi Singh) দাবি করেছিলেন, নতুন মন্ত্রিসভায় তিনিও জায়গা পেতে চলেছেন ৷

প্রত্যাশা মাফিক, মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে অধিকাংশই লালু প্রসাদ যাদবের 'রাষ্ট্রীয় জনতা দল' (Rashtriya Janata Dal)-এর প্রতিনিধি ৷ এদিন যাঁরা শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে 16 জন আরজেডি (RJD) বিধায়ক ৷ নীতীশ কুমারের দল সংযুক্ত জনতা দল (Janata Dal United) বা জেডিইউ (JDU)-এর প্রতিনিধি রয়েছেন 11 জন ৷ সেইসঙ্গে, কংগ্রেসের দুই সদস্যকেও নয়া মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Bihar New Government: বিহারের জন্য 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' চায় জোট শরিক সিপিআইএমএল লিবারেশন

প্রসঙ্গত, নিয়ম অনুসারে বিহারের রাজ্য মন্ত্রিসভার সর্বাধিক সদস্য হতে পারেন 36 জন ৷ সুতরাং, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী মিলিয়ে বর্তমানে রাজ্যের মন্ত্রী সংখ্যা 33 ৷ এবার আনুষ্ঠানিকভাবে দফতর বণ্টনের প্রক্রিয়া সেরে ফেললেই নতুন মন্ত্রীরা তাঁদের কাজ শুরু করে দিতে পারবেন ৷ সূত্রের খবর, খুব দ্রুত সেই প্রক্রিয়াও সম্পূর্ণ করা হবে ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ ৷ যোগ দেন বৃহত্তর জোটে ৷ জোটসঙ্গী হিসাবে বেছে নেন কংগ্রেস ও আরজেডি-কে ৷ রাজনৈতিক মহলের দাবি, বিজেপি-র সঙ্গে মনোমালিন্যের জেরেই এই পদক্ষেপ করেন নীতীশ কুমার ৷ এরপর এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নতুন করে বৃহত্তর জোটের মুখ্যমন্ত্রী হিসাবে অষ্টমবারের জন্য এই পদে (বিহারের মুখ্যমন্ত্রী) শপথ নেন তিনি ৷ উল্লেখ্য, বিহার বিধানসভায় মোট আসন রয়েছে 243টি ৷ এর মধ্যে জেডি(ইউ)-এর বিধায়ক 43 জন ৷ অন্যদিকে, আরজেডি-র বিধায়ক সংখ্যা এর প্রায় দ্বিগুণ ৷

এদিকে, বিহারের শাসনক্ষমতা হাতছাড়া হওয়ার পর চুপ করে বসে নেই বিজেপি-ও ৷ তারাও পাল্টা ঘুঁটি সাজানোর চেষ্টা করছে ৷ ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় নীতীশের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে দিল্লিতে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন বিজেপি-র জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ৷ সেই বৈঠকে হাজির থাকবেন বিহার বিজেপি-র কোর কমিটির সদস্যরা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এই বৈঠকেই বিহার নিয়ে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্থির করবে বিজেপি শীর্ষ নেতডত্ব ৷

Last Updated :Aug 16, 2022, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.