ETV Bharat / bharat

Nitish Kumar And Basavaraj Bommai COVID Positive : করোনা আক্রান্ত নীতিশ কুমার, ভাইরাসে কাবু কর্নাটকের মুখ্যমন্ত্রীও

author img

By

Published : Jan 10, 2022, 9:27 PM IST

Nitish Kumar And Basavaraj Bommai COVID Positive
করোনা আক্রান্ত নীতিশ কুমার, ভাইরাসে কাবু কর্নাটকের মুখ্যমন্ত্রীও

গত 6 জানুয়ারি থেকে রাজ্যে নৈশকালীন কার্ফু জারি করেছে বিহার সরকার (Bihar Govt imposed night curfew from 6 January) ৷ 21 জানুয়ারি পর্যন্ত রাত 10টা-ভোর 5টা এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে নীতিশ কুমারের সরকার ৷

পটনা, 10 জানুয়ারি : করোনার কবলে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Bihar CM Nitish Kumar tests COVID positive) ৷ ভাইরাসে আক্রান্ত মুখ্যমন্ত্রী চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে নীতিশ কুমারের দফতর সূত্রে খবর ৷ করোনায় কাবু মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে যথাযথ কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর ৷ মৃদু উপসর্গ নিয়ে ভাইরাসে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও (Karnataka CM Basavaraj Bommai also tested positive for COVID) ৷

গত 6 জানুয়ারি থেকে রাজ্যে নৈশকালীন কার্ফু জারি করেছে বিহার সরকার (Bihar Govt imposed night curfew from 6 January) ৷ 21 জানুয়ারি পর্যন্ত রাত 10টা-ভোর 5টা এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে নীতিশ কুমারের সরকার ৷ নয়া নির্দেশিকায় বিহার সরকার জানায়, অষ্টম শ্রেণী সমস্ত ক্লাস অনলাইনে চললেও 50 শতাংশ হাজিরা নিয়ে চালু থাকবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ৷

তবে ধর্মীয়স্থান, শপিং মল, সিনেমা, ক্লাব, সুইমিং পুল, স্টেডিয়াম, জিম, পার্কও 21 জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার ৷ এরইমধ্যে করোনায় আক্রান্ত হলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ একইদিনে টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ দক্ষিণের রাজ্যটির মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মৃদু উপসর্গ নিয়ে আমি করোনা আক্রান্ত হয়েছি ৷ তবে কোয়ারান্টাইনে সুস্থ রয়েছি আমি ৷ সম্প্রতি আমার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের করোনা পরীক্ষা করিয়ে আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি ৷"

আরও পড়ুন : Rajnath Singh Infected with Covid : করোনা আক্রান্ত রাজনাথ সিং

সোমবার করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ৷ টুইট করে নিজেই করোনা আক্রান্তের কথা জানিয়েছেন তিনি ৷ গত 24 ঘণ্টায় দেশে 1 লক্ষ 79 হাজার 723 হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পেশ করেছে স্বাস্থ্যমন্ত্রক ৷ আশার কথা এই যে, দৈনিক সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 13.29 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.