ETV Bharat / bharat

কেরালা থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, আহত পশ্চিবঙ্গের পরিযায়ী শ্রমিকরা

author img

By

Published : Jun 1, 2020, 11:06 AM IST

কেরালার এরনাকুলামথেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আসার পথে অন্ধ্রপ্রদেশে উলটে গেল পরিযায়ী শ্রমিক ভরতি একটি বাস । ঘটনায় আহত হয়েছেন অনেকেই । তবে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ।

ছবি
ছবি

শ্রীকাকুলাম (অন্ধ্রপ্রদেশ), 1 জুন : পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার সময় রাস্তার পাশে উলটে গেল একটি বাস । ঘটনাটি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার নারাসন্নপেটা মান্ডল এলাকার । বাসটি কেরালার এরনাকুলাম থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আসছিল । আহত হয়েছেন অনেকেই ।

বেসরকারি ওই বাসটিতে 37 জন যাত্রী ছিলেন । যার মধ্যে 5 জন শিশু ও 2 জন মহিলা । অভিযোগ উঠছে বাস ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । যার কারণেই এই দুর্ঘটনা । খবরটি জানাজানি হতেই সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছায় ও তাঁদের চিকিৎসা শুরু করে । ঘটনাস্থানে পৌঁছান নারাসন্নপেটার তহশিলদার প্রভিল্লিকা প্রিয়া । তিনি আহতদের খাাবারের ব্যবস্থা করেন । এরপর তাঁদের পুনরায় পশ্চিমবঙ্গে পাঠানো হয় ।

লকাডাউন শুরুর প্রথমদিকে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের কেউ কেউ পায়ে হেঁটে অথবা সাইকেলে চড়ে যাত্রা শুরু করেছিলেন নিজেদের বাড়ি ফেরার উদ্দেশে । এরপর থেকেই একের পর এক দুর্ঘটনার খবর পাওয়া যায় । কখনও ঔরঙ্গাবাদের রেললাইনে শুয়ে থাকার সময় মালগাড়ি পিষে দিয়েছে তাঁদের । কখনও বা ওড়িশার বালাসোরের কাছে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তাঁরা । আবারও সেই পরিযায়ীদের দুর্ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.