ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে কোরোনা আক্রান্ত পুলিশ আধিকারিকের মৃত্যু

author img

By

Published : Aug 7, 2020, 8:27 PM IST

উত্তরপ্রদেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ ইন্সপেক্টরের ৷ গত 5 অগাস্ট মৃত্যু হয় তাঁর ৷
Uttar Pradesh police officer died of covid 19
উত্তরপ্রদেশে কোরোনা আক্রান্ত পুলিশ আধিকারিকের মৃত্যু

লখনউ, 7 অগাস্ট : কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিকের ৷ লখনউয়ের হাসপাতালে গত 5 অগাস্ট মৃত্যু হয় তাঁর ৷ মৃতের নাম ইন্দ্রজিত সিং ভাদুরিয়া (47) ৷ এর আগে তাঁর 2 বার কোরোনা পরীক্ষা করা হয় ৷ সেক্ষেত্রে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ৷ কিন্তু তাঁর তৃতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

জানা গিয়েছে, তিনি মেরুট জেলার পুলিশ ট্রেনিং স্কুলের সেশনে যোগ দিতে যান ৷ সেখান থেকে 23 তারিখ শাহাজাপুরে ফেরেন তিনি ৷ এরপরেই সর্দি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয় তাঁর ৷ কোরোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয় ৷ 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তাঁর দুবার কোরোনা পরীক্ষা করা হয় ৷ দুবারই নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷ কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লখনউয়ে একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই 5 তারিখ মৃত্যু হয় তাঁর ৷ অপরদিকে ওই ইন্সপেক্টরের পরিবারের সদস্যদের পাঠানো হয়েছে কোয়ারানটিনে ৷

শাহজাপুরের পুলিশ সুপার বলেন, "প্রথমে তাঁর ব়্য়াপিড অন্যান্টিজেন টেস্ট (RAT) করা হয় ৷ সেক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে ৷ দ্বিতীয়বার RT-PCR টেস্ট করা হয় ৷ সেক্ষেত্রেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ৷ কিন্তু, তৃতীয়বার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷"

জানা গিয়েছে, 1989 সালে পুলিশ কন্সটেবল হিসেবে কাজে যোগ দেন ভাদুরিয়া ৷ এরপর 2013 সালে সাব ইন্সপেক্টরের পদ পান ৷ মাত্র এক মাস আগে তিনি ইন্সপেক্টর পদে নিযুক্ত হন ৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1লাখের গণ্ডি ৷ যার মধ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 43 হাজার ৷ অপরদিকে, মৃত্যু হয়েছে 1 হাজার 900 জনের ৷ অপরদিকে, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20 লাখের গণ্ডি ৷ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 41 হাজারের গণ্ডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.