ETV Bharat / bharat

হিমাচলে তুষারপাতে বন্ধ 227টি রাস্তা

author img

By

Published : Nov 28, 2020, 2:28 PM IST

কয়েকদিন দরে চলছিল হিমাচলে প্রবল তুষারপাত ৷ যার কারণে জারি করা হল হলুদ সর্তকতা ৷

ছবি
ছবি

শিমলা, 28 নভেম্বর : প্রবল তুষারপাতের জেরে হিমাচল প্রদেশে জারি করা হল হলুদ সর্তকতা ৷ গত দু'দিন ধরে সেখানে তুষারপাতের কারণে আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করে ৷

ক্রমাগত তুষারপাতের কারণে রাজ্যে জাতীয় সড়ক ও 227টি রাস্ত বন্ধ হয়ে গেছে ৷ বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, লাহাল-স্পিতিতে 101 টি, চাম্বায় 61, শিমলায় 28, কুল্লুতে 22 এবং কিন্নৌরে 15 টি রাস্তা তুষারপাতের কারণে বন্ধ । লেহ-মানালি মহাসড়ক ছাড়াও নরকান্দায় জাতীয় সড়ক 5-তেও যান চলাচল বন্ধ। যে কারণে পরিবহন সংস্থার বাসগুলিকে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছিল। পাহাড়ি এলাকায় জল প্রকল্প এবং বৈদ্যুতিক ট্রান্সফর্মারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

অন্যদিকে, হিমাচলের নীচের অঞ্চলগুলিতেও তাপমাত্রা কমেছে । ইতিমধ্যেই, শুরু হয়ে গেছে বরফ সরিয়ে রাস্তা সারাইয়ের কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.